Posts

Showing posts from April 5, 2020

যীশু পূর্ণ তিনদিন এবং তিনরাত অর্থাৎ বুধবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত (৭২ ঘণ্টা) কবরে ছিলেন

Image
বুধবার সন্ধ্যা ৬ : ০০ টা থেকে শনিবার সন্ধ্যা ৬ : ০০ টা পর্যন্ত ৭২ ঘন্টা লেখক , ব্রাদার , এল , এফ জিল “ যীশু তিন দিবা রাত্র অথবা যীশু বাহাত্তর ঘন্টা কবরে ছিলেন ” বিষয়ে তার লেখার শুরুতে জানিয়েছেন , “ এই লেখা কোনো ভাবেই তড়িঘড়ি লেখা হয়নি যাতে সংশোধনের জন্য ভুল থাকাতে পারে। এখানে একই কথা বারবার বলা হয়েছে যার জন্য আমি দুঃখ করছি না। আমার উদ্দেশ্য হলো বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করা। আমি যাঁর বিষয়ে এখানে লিখেছি আপনি যদি তাঁর সম্পর্কে সেই সত্যর খোঁজ করেন তাহলে আপনার জন্য আশির্বাদস্বরূপ। আমি আপনাকে প্রার্থনায় মাধ্যমে আমার এই লেখাটি পাঠ করার জন্য অনুরোধ করছি ”      ভূমিকা অনেকেই বিশ্বাস করেন যে আমাদের প্রভু ক্রুশে মৃত্যুবরণ করেছেন শুক্রবারে আর কবর থেকে উঠেছেন রবিবার ভোরে। এ ধারনা অনুযায়ী তিনি কবরে ছিলেন দুই রাত ও একদিন বা ছত্রিশ ঘন্টা। এটি কাথলিক মণ্ডলীর শিক্ষা আর এর সাথে আরো অনেকে এই শিক্ষাটি মেনে নিয়ে তারা কোনো একভাবে ঈশ্বরের সত্য বাক্য জানায় আগ্রহ প্