Posts

Showing posts from December 27, 2020

আত্ম-বিশ্লেষণ - আজ বছরের শেষ দিন নিজেকে মূল্যায়ন করার জন্য বিশেষ সময়।

Image
আমরা বছরের শেষের দিকে, আর মাত্র দু’দিন। নিজেকে মূল্যায়ন করার জন্য খুবই ভালো একটা সময় – “আমি আসলে ব্যক্তিটি কে?” মহাত্মা উইলিয়াম কেরি, এই মহান সাধক সম্পর্কে একটু বলি, যিনি Father of Modern Missions বলে পরিচিত। যিনি Servants of the Cross বলে পরিচিত। যিনি Missionary Pioneer বলে পরিচিত। বৃদ্ধ, অসুস্থ্য কেরি সাহেবের মৃত্যুর কিছুদিন আগে তরুণ মিশনারি আলেকজান্ডার ডাফ, কেরি সাহেবেকে দেখতে এসে তার অনেক অনেক প্রশংসা করলেন আর বললেন আপনার কথা সবাই মনে রাখবে। কিন্তু কেরি সাহবে ডাফকে কাছে ডেকে নিয়ে ফিসফিসিয়ে বললেন, “আমি যখন চলে যাব, যখন আমি থাকবো না, তখন আমার সম্পর্কে একটি বাক্যও উচ্চারণ করবেন না বরং কেরির পরিবর্তে লোকের কাছে কেরির মুক্তিদাতার কথাই বলেবেন, আমার স্বর্গস্থ পিতার কথা বলবেন।” কেরি সাহেবের নাম নিয়ে মাতামাতি হোক এটা তিনি চাননি, চেয়েছিলেন, ’শুধু মনে রেখো আমার কাজকে, আমাকে নয়’। তার নাম দিয়ে কিছু হোকে এ তিনি চাননি। নামে নয় কাজে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন। কেরি সাহেব কী দিয়ে গেছেন? তিনি আমাদের দিয়ে গেছেন তার কাজকে। তিনি মনে করেছেন তার স্মৃতি থাকবে কাজ বেঁচে থাকলে। লোকেরা যখন সাধু যোহনকে জিজ্ঞা