Posts

Showing posts from March 14, 2021

মানব ইতিহাসে কে প্রথম রক্ত দান করেছেন?

Image
আমি সত্যিই গর্বিত যে আমার ছেলে মাঝে মাঝে রক্ত দানে কারোর প্রাণে বাঁচার সুযোগ করে দিয়েছে। তার নিজের রক্তদানে অনেকের জীবন রক্ষা হয়েছে। আমাদের এই আধুনিক জগতে রক্তদান করা হলো নিজের ইচ্ছাতে , আর এতে খুব সামান্যই কষ্ট হয়। রক্ত দান, রক্ত দাতার জন্য সম্মানের। রক্তদানকারী পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিছানায় শুয়ে থাকেন , আর তখন নার্স পরিষ্কার জীবানুমুক্ত সুই ফুঁটিয়ে রক্ত সংগ্রহ করেন। ২০০০ বছরেও আগে যীশু যখন তাঁর রক্ত দিয়েছিলেন , তখন তিনি কোনো নরম তুলতুলে বিছানা কিংবা পরিষ্কার জীবানুমুক্ত কোনো সুই পাবার সুয়োগ পাননি। কোনো ডাক্তার বা নার্স তাঁর কাছে ছিল না। কীভাবে তাঁকে রক্ত দিতে হয়েছিল ? রোমীয় সৈন্যেরা যীশু খ্রীষ্টের দু ’ হাতে আর দু ’ পায়ে হাতুরি পিটিয়ে বড় বড় ( গজাল ) পেরেক ফুঁটিয়ে দেহটিকে দু ’ টি   জোড়া   দেওয়া কাষ্ঠে ক্রুশে দেয়। সেটা রক্তদানের  কোনো বিছানা ছিল না। এরপর সৈন্যরা ক্রুশবিদ্ধ যীশুকে উচুঁ করে স্জোরে মাটিতে ধপাস করে পুতে দিল। যীশু প্রচণ্ড যন্ত্রনা