মানব ইতিহাসে কে প্রথম রক্ত দান করেছেন?


আমি
সত্যিই গর্বিত যে আমার ছেলে মাঝে মাঝে রক্ত দানে কারোর প্রাণে বাঁচার সুযোগ করে দিয়েছে।

তার নিজের রক্তদানে অনেকের জীবন রক্ষা হয়েছে।

আমাদের এই আধুনিক জগতে রক্তদান করা হলো নিজের ইচ্ছাতে, আর এতে খুব সামান্যই কষ্ট হয়।

রক্ত দান, রক্ত দাতার জন্য সম্মানের।

রক্তদানকারী পরিষ্কার পরিচ্ছন্ন একটি বিছানায় শুয়ে থাকেন, আর তখন নার্স পরিষ্কার জীবানুমুক্ত সুই ফুঁটিয়ে রক্ত সংগ্রহ করেন।

২০০০ বছরেও আগে যীশু যখন তাঁর রক্ত দিয়েছিলেন,

তখন তিনি কোনো নরম তুলতুলে বিছানা কিংবা পরিষ্কার জীবানুমুক্ত কোনো সুই পাবার সুয়োগ পাননি।

কোনো ডাক্তার বা নার্স তাঁর কাছে ছিল না।

কীভাবে তাঁকে রক্ত দিতে হয়েছিল?

রোমীয় সৈন্যেরা যীশু খ্রীষ্টের দুহাতে আর দুপায়ে হাতুরি পিটিয়ে বড় বড় (গজাল) পেরেক ফুঁটিয়ে দেহটিকে দুটি জোড়া দেওয়া কাষ্ঠে ক্রুশে দেয়।

সেটা রক্তদানের কোনো বিছানা ছিল না।

এরপর সৈন্যরা ক্রুশবিদ্ধ যীশুকে উচুঁ করে স্জোরে মাটিতে ধপাস করে পুতে দিল।

যীশু প্রচণ্ড যন্ত্রনায় ঘন্টার পর ঘন্টা ক্রুশে ঝুলে থাকলেন।

যীশুর দেহ থেকে তাঁর রক্ত ধীরে ধীরে বইতে শুরু করল।

মানব ইতিহাসে এই প্রথম রক্তদানে ছিল না কোনো নিরাপদ ব্যবস্থা, ছিল না কোনো বিপদমুক্ত অবস্থা, আর না ছিল কোনো যন্ত্রণামুক্তির ব্যবস্থা।

আজ রক্তদানকারীকে দেওয়া হয় শীতল জল কিংবা শরবত, কিন্তু ক্রুশে রক্ত দানে যীশুকে পান করতে দেওয়া হয়েছিল শিরকা।

এই রক্তদান করতে গিয়ে যীশুকে কিন্তু জীবনের মূল্য দিতে হয়েছিল।

যীশুকে তাঁর দেহের সমস্ত রক্ত ঝরাতে হয়েছিল।

আজও জগতের অনেকেই অনেকেই সেই প্রথম রক্তদান ব্যক্তিটিকে স্বীকৃতি দেন না।

অনেকের কাছে তাঁর মৃত্যু অহেতুক বোকামী।

কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা, . . . (১ করিন্থীয় :১৮ পদ)

যিনি পাপ করেন তিনি ঈশ্বরের অভিশাপগ্রস্ত, আর তাকে ক্রুশে দেওয়া হয়।

 যদি কোনো মনুষ্য প্রাণদণ্ডের যোগ্য পাপ করে, আর তাহার প্রাণদণ্ড হয়, এবং তুমি তাহাকে গাছে টাঙ্গাইয়া দেও, তবে তাহার শব রাত্রিতে গাছের উপর থাকিতে দিবে না, কিন্তু নিশ্চয় সেই দিনই তাহাকে কবর দিবে; কেননা যে ব্যক্তি টাঙ্গান যায়, সে ঈশ্বরের শাপগ্রস্ত দ্বিঃ বিঃ ২১:২২-২৩ পদ

আমরা সবাই পাপী ঈশ্বরের শাপগ্রস্থ তাই খ্রীষ্ট আমাদের পাপের জন্য নিজেকে প্রদান করলেন।

ইনি পাপসমূহের জন্য আপনাকে প্রদান করলেন গালাতীয় ২৬:৬৬ পদ

মানুষের দৃষ্টিতে যীশু - মরিবার যোগ্য মথি ২৬:৬৬ পদ।

আর তখনই তারা যীশুর মুখে ঘুসি, থুথু, প্রহার করে, টিটকারী করে।

যীশুর ক্রুশে মৃত্যু মানুষের কোনো পরিকল্পনায় নয়, তিনি স্বেচ্ছায় আশ্চর্যজনকভাবে পাপীদের স্থান নিয়েছিলেন মানুষের পাপের শাস্তি পরিশোধের জন্য।

খ্রীষ্ট স্বর্গে মহিমান্বিত ছিলেন।
খ্রীষ্ট পৃথিবীতে অবনত হলেন।

যীশু খ্রীষ্টের এই পবিত্র রক্তে আপনার জন্য অনন্ত জীবন, চিরস্থায়ী জীবন আর জীবনপুস্তকে আপনার নাম তাঁর রক্তে লিখিত রয়েছে। 

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?