সুসমাচার সব সময়ই স্পষ্ট এবং সহজ সরল। এ বিষয়ে আপনার কি কোনো প্রশ্ন আছে?
আপনিও কি অনেকের মতো বিভ্রান্ত যে ধর্ম কোনটি সঠিক , কোন্ ডিনোমিনেসন বা মণ্ডলী সঠিক , কো ন্ পালক ও প্রচারক সঠিক? এরা সাবই কি সঠিক নয় , তারা কি সঠিক হতে পারে না? এদের সবার সব ধরনের বিশ্বাস যদি অনিশ্চিত হয় , তাহলে আপনি কাদের উপর বিশ্বাস করবেন? কাদের উপর আপনি আস্থা রাখতে পারে ভরসা করতে পারেন? এদের মধ্যে কেউ কি নিশ্চিত পাপ থেকে পরিত্রাণের পথে আছে বা সেদিকে অগ্রসর হচ্ছে? কীভাবে আপনি স্বর্গে যেতে পারেন? বেশ , আমি সাধারণ উদ্দেশ্যে সেদিকে লক্ষ্য রেখে প্রভু যীশু খ্রীষ্টের সুসমাচারের কথা তুলে ধরছি। আপনি বলতে পারেন, “আমি কেন অন্যের কথায় বিশ্বাস করব?” আমার কথা হলো, “আপনি আমাকে বিশ্বাস না করেন , কিন্তু বিশ্বাস করেন বাইবেল কী বলে!” পরিত্রাণের জন্য , অনন্ত জীবনের জন্য , বিচার আসছে তার জন্য ঈশ ^ রের বাক্যই হলো আমাদের একমাত্র প্রদত্ত অধিকার যা বিশ্বাস করা এবং তা প্রয়োগ করার জন্য উপযুক্ত। কিন্তু আপনি বলছেন , বাইবেলের বিভিন্ন ধরণের ব্যাখ্যা রয়েছে। আপনার কথা ঠিক , যাহো...