Posts

Showing posts from February 4, 2024

নতুন জন্ম

Image
পুনরায় জন্ম (নতুন জন্ম) The New Birth সুসমাচার প্রচারক জন ওয়েলেসলি-কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি “তোমাদের অবশ্যই পুনরায় জন্ম হওয়া আবশ্যক” এই একই বিষয় নিয়ে বারবার প্রচার করছেন।  প্রচারক তাকে উত্তর দিয়েছিলেন, ‘কারণ তোমাদের পুনরায় জন্ম হওয়া আবশ্যক’। আপনি কি পুনরায় অর্থাৎ নতুন জন্মলাভ করেছেন? নতুন জন্ম হওয়া ছাড়া আপনার নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার কোনো আশা নেই, এমনকি গৌরবময় স্বর্গ সুখভোগ করতে পারছেন না। প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন, “তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক” যোহন ৩:৭ পদ। এমন কী কী বিষয় ধারণা করা যায় যা কখনই নতুন জন্ম নয়। নতুন জন্ম কখনো ধর্মাচরণ, ধর্মীয় আচার পালনে নয়।   নীকদীম নামে একজন ফরিসী, একজন ধর্মনিষ্ঠ গোড়া ধর্মকর্ম পালনের ব্যক্তি ছিলেন। তিনি যিহূদীদের মহাপর্ব সেই নিস্তার পর্ব, পাস্কা পর্বসহ ধর্মের সমস্ত পর্ব নিয়মিত পালন করতেন, দান-দশমাংশ দান করতেন, প্রার্থনা করতেন, বিভিন্ন পর্বে বলি উৎসর্গ করতেন, বিধি-ব্যবস্থা পালন করতে চেষ্টা করতেন। তিনি ধর্মীয় জীবনের সমস্ত কিছু মানতেন এবং পালন করতেন, নিয়মের বাইরের দিকটাও খুব যতেœর সংগে মেনে চলতেন। আর এই নীকদীমকেই কিনা...