বড়দিনের সাজানো উপকরণ
বড়দিনের সময় সবার ইচ্ছা হয় ঘর-বাড়ি সাজানো। সাজানোর জিনিসগুলো হয় যেমন রঙিন কাগজের ঝালর, পতাকা, বিভিন্ন রঙের কাগজের, প্লাস্টিকের, কাচের, মাটির তৈরি অনেক কিছু; ক্রিসমাস-ট্রি সাজানো, নানারঙের ইলেকট্রিক বাতি, তারা তৈরির ফ্রেমে রঙিন কাগজ ও বাতি লাগানো, বিভিন্ন রং এছাড়াও নিত্য নতুন জোগার করা সাজানোর বিভিন্ন উপকরণ, আর শোভনীয় অলংকার আর অনেক রকমের গহনা তো আছেই। আমি যখন সাজানোর জিনিসের কথা চিন্তা করি তখন আমি এসব জিনিসকে চকচকে, উজ্জ্বল, ঝলমলে এবং খুব সুন্দর মনে করি। একজনের কথা “এক অর্থে অলংকার, ভালো কোনো স্মৃতিচারণ হতে পারে বা খারাপ কোনো স্মৃতি চারণও হতে পারে।” যাহোক আমি মনে করি যে সাজানো অলংকার স্পর্শে নয়, ধরলে নয়, দেখলেও নয়, কিন্তু অলঙ্কারের সৌন্দর্যকে অন্তরে অনুভব করতে হয়; আর এতেই মন জুড়ায়। অনেক সময় এসব সাজানো অলংকার বা উপকরণ স্মরণ করিয়ে দেয় আগেকার কোনো বড়দিনের কথা। মনে করিয়ে দেয় কোনো জন্মদিনের কথা, কোনো উৎসবের কথা আর নিজের সংগ্রহে থাকা সাজানো কিছু অলংকারের কথা কিংবা কোনো বিশেষ কারোর হাতে এসব সাজানোর কথা, তাদের হাতে বানানোর কথা। আভিধানিক ব্যাখ্যায় - অলংকার এমন কোনো জিনিস যা ভক্তি, শ্রদ্ধা ও...