আজ বিশ্ব তামাক মুক্ত দিবস - ধুমপান - তামাক, সিগেরেট, বিড়ি, চুরুট, হুক্কা সম্পর্কে বাইবেল কী বলে?
মনের সাধ আয়েশ মেটাতে ছোট ছোট তৃপ্তিকর অনেক বিষয় আছে যা-কিনা বড় বড় সমস্যার কারণ হয়ে দাড়ায়। শলোমনের পরমগীতের ২ অধ্যায়ের ১৫ পদে বলে “তোমরা, আমাদের নিমিত্ত সেই শৃগালদিগকে, ক্ষুদ্র শৃগালদিগকে ধর, যাহারা দ্রাক্ষার উদ্যান সকল নষ্ট করে; কারণ আমাদের দ্রাক্ষার উদ্যান সকল মুকুলিত হইয়াছে” চতুর শিয়ালেরা অনেক সময় খাবারের খোঁজে বেড়ার ফাঁক দিয়ে আঙ্গুরের খেত খামারে ঢুকতে পারে আঙ্গুর ফল গিলে খাবারের জন্য, আর তখন বাগানও নষ্ট করে যতদুর পারে। যাহোক, আকারে ছোট প্রাণী শিয়াল আঙ্গুরের লতার নাগাল পেতে শারিরীক গঠনে সে ছোটই বটে সেজন্য তারা আঙ্গুর গাছ চিবিয়ে ফেলতে পারে আর সমস্ত আঙ্গুর গাছের লতাপাতা মাড়িয়ে ধ্বংশ করতে পারে। কৃষকের লাগানো সমস্ত আঙ্গুর গাছের আঙ্গুর ফলের ক্ষতি হবার চেয়েও তার আবাদ করা আঙ্গুর গাছ হারাতে পারে যা তার সমস্ত রকমের সর্বনাশ। সেরকম আত্মিকতার ক্ষেত্রেও কিছু কিছু বিষয় আমরা করে থাকি বা সুযোগ দেই যা-কিনা আমরা মনে করে থাকি এসব সামান্য তুচ্ছ বিষয়, যা-কিনা পরিশেষে আমাদের জন্য আরও অত্যন্ত দুঃখ দুর্দশার কারণ হয়ে দাড়ায়। ধূমপান - বিড়ি, সিগেরেট, চুরুট, হুক্কা গ্রহণ এই তামাকের ধূমপান - সিগেরেট,...