Posts

Showing posts from December 10, 2017

বড়দিন অবশ্যই আসছে . . জয়ধ্বনি সহকারে, তুরিধ্বনি সহকারে . .

Image
একটি অসাধারণ ঘটনার মধ্য দিয়ে বড়দিন আজও একটি ঐতিসাহিক দলিলস্বরূপ টিকে আছে। ঈশ্বর মানব দেহে জগতে এসেছিলেন, কিন্তু একটি মহা বড়দিনের জন্য আমাদের এখনো অপেক্ষা করতে হচ্ছে। সত্যিকারে খ্রীষ্টের প্রথম ও দ্বিতীয় আগমন বলতে গেলে একবোরে একই ধাঁচের। তবুও এমন একটি বড়দিন রয়েছে যা-কিনা আসছে। খ্রীষ্ট প্রথমবার এসেছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে আর তা হলো পাপ সম্পর্কে। তিনি কোনো দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আসেননি কিংবা এ জগতেই বেঁচে থাকার জন্য কোনো জ্ঞান দিতে বা সে বিষয়ে কোনো পরামর্শ বা আলোচনা করতে আসেননি। তিনি প্রথম এসেছিলেন পাপের সমস্যার প্রসঙ্গে। তিনি এসেছিলেন মুক্তিদাতারূপে। তিনি যখন প্রথমবার এসেছিলেন তখন তাঁর মুখের উপর পান্থশালার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সজোরে রুদ্ধ করা সেই দ্বারের শব্দ ২০২২ বছর পরেও এখনো শুনতে পাওয়া যাচ্ছে। তিনি আজও দরজার বাইরে আছেন। এমনকি এই বড়দিনের মাসে তাঁর জন্মের উৎসবে, তাঁকে দৃষ্টির বাইরে রাখা হচ্ছে। বাজার, মার্কেট, সুপারমার্কেট আর হকারদের হাকডাক চিৎকারে সে সব পান্থশালার সমস্ত দরজা সজোরে বদ্ধ করার শব্দ আপনি কি শুনতে পাচ্ছেন না! কিন্তু সজোরে সেসব দ্বার বদ্ধ হচ্ছেই

“খ্রীষ্টের জন্য স্থান নেই”

“ . . . পান্থশালায় তাঁহাদের জন্য স্থান ছিল না”  লুক ২:৭ পদ। আনুমানিক দুই হাজার বৎসর আগের ঘটনা। মরিয়ম নামে যিহুদী একজন কুমারী কোনো পুরুষের সঙ্গে সহবাস না করেও গর্ভবতী হয়েছিলেন। যদিও যোষেফের সঙ্গে মরিয়মের বাগ্দান হয়েছিল। মরিয়ম ঈশ্বর থেকে এবং পবিত্র আত্মার শক্তিতেই গর্ভবতী হয়েছিলেন।  সেই সময়ে সম্রাট আগস্ত কৈসর পৃথিবীর সমস্ত লোকদের নাম লেখাবার আদেশ দিলেন। সিরিয়ার শাসনকর্তা কুরীণিয়ের সময় এই প্রথমবার লোকগণনার জন্য নাম লিখবার ব্যবস্থা করেন। যোষেফ ছিলেন রাজা দায়ুদের বংশের লোক। রাজা দায়ুদের জন্মস্থান ছিল যিহুদিয়া প্রদেশের বৈৎলেহম গ্রামে। তাই যোষেফ নাম লিখবার জন্য গালীল প্রদেশের নাসারত গ্রাম থেকে বৈৎলেহম গ্রামে গেলেন। গর্ভবতী মরিয়মও গাধার পিঠে করে তাঁর সঙ্গেই সেখানে গেলেন। বৈৎলেহমে যোষেফের নিজের বাড়ী না থাকায় তারা আশা করেছিল কোনো একটি হোটেলে একটি রুম ভাড়া করবে। এমন সময়ে মরিয়মের সন্তান জন্মের সময় হয়ে এলো, যোষেফ তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন কোনো অবস্থায় একটি হোটেলে তিনি একটি রুম পেতে পারেন। তাদের এ অবস্থায় আশ্রয়ের জন্য কোনো স্থান পাওয়া গেল না।  একটি কথা বলা প্রয়োজন যে যোষেফ কি