বড়দিন অবশ্যই আসছে . . জয়ধ্বনি সহকারে, তুরিধ্বনি সহকারে . .
একটি অসাধারণ ঘটনার মধ্য দিয়ে বড়দিন আজও একটি ঐতিসাহিক দলিলস্বরূপ টিকে আছে। ঈশ্বর মানব দেহে জগতে এসেছিলেন, কিন্তু একটি মহা বড়দিনের জন্য আমাদের এখনো অপেক্ষা করতে হচ্ছে। সত্যিকারে খ্রীষ্টের প্রথম ও দ্বিতীয় আগমন বলতে গেলে একবোরে একই ধাঁচের। তবুও এমন একটি বড়দিন রয়েছে যা-কিনা আসছে। খ্রীষ্ট প্রথমবার এসেছিলেন একটি বিশেষ উদ্দেশ্যে আর তা হলো পাপ সম্পর্কে। তিনি কোনো দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য আসেননি কিংবা এ জগতেই বেঁচে থাকার জন্য কোনো জ্ঞান দিতে বা সে বিষয়ে কোনো পরামর্শ বা আলোচনা করতে আসেননি। তিনি প্রথম এসেছিলেন পাপের সমস্যার প্রসঙ্গে। তিনি এসেছিলেন মুক্তিদাতারূপে। তিনি যখন প্রথমবার এসেছিলেন তখন তাঁর মুখের উপর পান্থশালার সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। সজোরে রুদ্ধ করা সেই দ্বারের শব্দ ২০২২ বছর পরেও এখনো শুনতে পাওয়া যাচ্ছে। তিনি আজও দরজার বাইরে আছেন। এমনকি এই বড়দিনের মাসে তাঁর জন্মের উৎসবে, তাঁকে দৃষ্টির বাইরে রাখা হচ্ছে। বাজার, মার্কেট, সুপারমার্কেট আর হকারদের হাকডাক চিৎকারে সে সব পান্থশালার সমস্ত দরজা সজোরে বদ্ধ করার শব্দ আপনি কি শুনতে পাচ্ছেন না! কিন্তু সজোরে সেসব দ্বার বদ্ধ হচ্ছেই...