Posts

Showing posts from July 7, 2019

কাথলিক মণ্ডলীর কতোকগুলো শিক্ষা যা বাইবেলে কোথায়?

Image
কাথলিক মণ্ডলীর দাবি, বাইবেলভিত্তিক তাদের ধর্ম। তবুও প্রশ্ন থেকে যায় যে তাদের বিশেষ বিশেষ কতকগুলো শিক্ষা, বিশ্বাস ও অনুশীলন বাইবেলে কোথায়। তারাও স্বীকার করেন যে তাদের মণ্ডলীর শিক্ষা শুধুমাত্র বাইবেলের ভিত্তিতে নয়। প্রামাণিক দ্বিতীয় ভাটিকান মহাসভার দলিলসমূহ এ বিষয়ে কোনো সন্দেহ রাখেনি : “অতএব এর দ্বারা এটাও বুঝানো হচ্ছে যে, মণ্ডলী শুধু পবিত্র বাইবেল থেকেই সব প্রকাশিত সত্য সম্বন্ধে তার নিশ্চয়তা টানে না। এই কারণে বাইবেল এবং ঐতিহ্য (tradition) উভয়কেই সমান ভক্তি ও শ্রদ্ধা সহকারে গ্রহণ ও মান্য করা উচিত” (ঐশ প্রত্যদেশ বিষয়ক ধর্মতাত্বিক সংবিধান, দ্বিতীয় অধ্যায় ৯, ৩৪৪ পৃষ্ঠা, প্রকাশক, কাথলিক বিশপ-সম্মিলনী, ১ কাকরাইল রোড, ঢাকা)। ঈশ্বরের বাক্য কখনও সাধারণ বা গুরুত্বহীন হতে পারে না। ভাটিকান নিজেও দাবি করতে পারে না যে তার সমস্ত শিক্ষা একমাত্র বাইবেলের উপর। যদিও অনেক কাথলিক সমর্থিত যুক্তির ব্যক্তিরা এ ধরনের দাবি করেন।  “ব্যাপ্টিস্টরা বিশ্বাসরা কোনো মানুষকে অনুসরণ করে না, মানুষের তৈরি কোনো ধর্মমত অনুযায়ী সেই পথে চলে না। ব্যাপ্টিস্টরা খ্রীষ্টকে এবং একমাত্র তাঁকেই তাদের কর্তা এবং নেতারূপে তাঁর