কী আশ্চর্য! যীশুকে সদগুরু বলায় যীশু তা মেনে নিতে পারেননি?
ঘটনাটা আমরা জানি বাইবেলে লেখা আছে - মার্ক ১০ : ১৭ - ১৮ পদ ; মথি ১৯ : ১৬ - ১৭ পদ। তিনি কি সদ্গুরু নন্ ? তিনি কি তাই নন্ ? তিনি কেন বল্লেন “ আমাকে সৎ কেন বলিতেছ ?” তিনি কেন বল্লেন “ সৎ এক জন মাত্র আছেন ” তিনি আবার বল্লেন , “ একজন ব্যতিরেকে সৎ আর কেহ নাই, তিনি ঈশ্বর ” তাঁকে বুঝতে কি যুবকের ভুল ছিল ? প্রভু যীশু খ্রীষ্ট সেই যুবককে জানিয়ে দিলেন , সৎ কেউ নাই , একজনও নাই , একমাত্র ঈশ্বর ছাড়া !! সৎ + গুরু মিলেই তো সদ্গুরু। সৎ মানে সত্য , প্রকৃত , যথার্থ , আদর্শ এমন এমন। সদ্গুরু তিনি, যিনি জ্ঞানের উৎস , যিনি আত্মিকতায় মানুষকে জ্ঞান দান করেন। সদ্গুরু যিনি প্রকৃত গুরু , অনন্তসত্তা। অনন্তসত্তা ছাড়া আর কেউ গুরু নন্ আর হতেও পারে না। আমাদের সমাজে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা বিভিন্ন নামে , বিভিন্ন পোশাকে নিজেকে গুরু বা বাবা হিসাবে পরিচয় দিয়ে থাকেন। অনেকে নিজের বংশ , বর্ণ , গুষ্ঠি ...