Posts

Showing posts from March 25, 2018

যীশু খ্রীষ্ট শুক্রবার মৃত্যুবরণ করেন নাই। তিনি মৃত্যুবরণ করেছেন বুধবার।

Image
মূল : স্কট অ্যাসলী পুণ্য শুক্রবার থেকে পুনরুত্থান রোববার পর্যন্ত তিন রাত তিন দিন হয় না - হিসাবেও মেলে না, মিলবেও না - তা হলে? কখন, কবে, কোনদিন প্রভু যীশু খ্রীষ্টকে ক্রুশে দেয়া হয়েছিল, সমাধিস্থ করা হয়েছিল এবং কবে তিনি পুনরুত্থান করেছেন? পৃথিবীর একশ কোটি প্রোটেস্টান্ট এবং একশ কোটি কাথলিকেরা সকলেরই বিশ্বাস : যীশু খ্রীষ্টকে শুক্রবার, মানে ‘পুণ্য শুক্রবার’ই (Good Friday) ক্রুশে দেয়া হয়েছিল, সমাধিস্থ করা হয়েছিল এবং তিনি দেড় দিন পর, রোববার পুনরুত্থিত হয়েছেন। আমরা যদি যীশু খ্রীষ্টের কথাগুলো ভালোভাবে পর্যালোচনা করে দেখি, তা হলেই বুঝতে পারব যে, ভুল কোথায় আর কোন্ কথাগুলো অসঙ্গত। যীশু খ্রীষ্ট কত দিন কবরে থাকবেন বলেছিলেন? ‘কারণ যোনা যেমন তিন দিবারাত্র বৃহৎ মৎস্যের উদরে ছিলেন, তেমনি মনুষ্যপুত্রও তিন দিবারাত্র পৃথিবীর গর্ভে থাকিবেন’ (মথি ১২:৪০ পদ)। "For as Jonas was  three days and three nights  in the whale's belly; so shall the Son of Man be  three days and three nights  in the heart of the earth" (Matthew 12:40) শ্রী যীশুর বক্তব্য শুনে সে-সব কথার সততা নিয়ে যখন লোকদের