Posts

Showing posts from August 13, 2017

আমাদের কার কাছে পাপ স্বীকার করা উচিত? To whom should we confess?

Image
আপনি স্মরণ করে দেখুন যে শিষ্যেরা যখন যীশুকে তাদের প্রার্থনা করতে শিক্ষা দিতে অনুরোধ করেছিলেন, তখন তিনি বলতে শুরু করেছিলেন,  মথি ৬:৯-১৪ পদ “অতএব তোমরা এই মত প্রার্থনা করিও, “হে আমাদের স্বগর্স্থ পিতঃ . . .”   যীশু তাদের শিক্ষা দিয়েছেন আর এই শিষ্যদের মাধ্যমে আমাদেরও শিক্ষা দেবার জন্য শিক্ষা দিয়েছিলেন, যে আমাদের প্রার্থনা সরাসরি পিতা ঈশ্বরকে উদ্দেশ্য করেই উৎসর্গ করতে হবে। এই প্রার্থনাতে আমাদের পিতার প্রতি পিতার মুখোমুখি হওয়া। যীশু আরও বলতে থাকলেন . . মথি ৬:১২ পদ আর আমাদের অপরাধ সকল ক্ষমা কর, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি  ”  আমাদের প্রভু যীশু খ্রীষ্ট তিনি নিজেই পিতা ঈশ্বরের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ প্রার্থনা উৎসর্গ করতে শিক্ষা দিয়েছেন আর আমাদের জন্য তাঁর ক্ষমা পাবার অনুরোধ করতে আমাদেরও শিক্ষা দিয়েছেন। লূক ১১:৪ পদে বিষয়টা এভাবে প্রকাশ করেছেন, “আর আমাদের পাপ সকল ক্ষমা কর; কেননা আমরাও আপনাদের প্রত্যেক অপরাধীকে ক্ষমা করি” আমরা সরাসরি পিতা ঈশ্বরের কাছে আমাদের পাপ স্বীকার করি আর সেজন্য আমরা মানুষের গতানুগতিক ইচ্ছানুযায়ী অন্যরকমভাবে করতে চাইনা, শুধু যেভাবে যীশু...