জ্বলন্ত নরক . . প্রচণ্ড উত্তাপ, দগদগে আগুন, এক ফোঁটা জল সেখানে পড়ে না। হারানো প্রাণগুলো অনন্তকালের জন্য সেখানে যন্ত্রণা পাচ্ছে।


জ্বলন্ত নরক (Burning Hell),
প্রচণ্ড উত্তাপ, দগদগে আগুন, এক ফোঁটা জল সেখানে পড়ে না। 
হারানো প্রাণগুলো অনন্তকালের জন্য সেখানে যন্ত্রণা পাচ্ছে।

যীশু খ্রীষ্ট জ্বলন্ত নরকে বিশ্বাস করতেন আর সে কারণে তিনি পিতার বক্ষঃস্থল ত্যাগ করে এই বিষাদময় ও দুঃখকষ্টের পৃথিবীতে এসেছিলেন।
 
তিনি স্বর্ণময় রাস্তা ত্যাগ করে আর প্রতিনিয়ত দূতগণের দ্বারা গৌরবান্বিত হওয়া থেকে এ পৃথিবীতে ক্রুশে হত হবার জন্য এসেছিলেন, যেন আমরা জ্বলন্ত নরকে গমন থেকে উদ্ধার পাই।

নিজেকে একবার জিজ্ঞাসা করি, আমি কি স্বর্গে যাচ্ছি, না কি নরকে?

অনেক ভালো ভালো লোকেরাও কিন্তু নরকে যাচ্ছে।
অনেক নীতিবান লোকেরাও কিন্তু নরকে যাচ্ছে।
অনেকে উচুতলার লোকেরাও কিন্তু নরকে যাচ্ছে।
অনেক ভদ্র স্বভাবের লোকেরাও কিন্তু নরকে যাচ্ছে।
অনেক বংশীয় লোকেরাও কিন্তু নরকে যাচ্ছে।
অনেক নেতারও কিন্তু নরকে যাচ্ছে।
অনেক ধর্মীয় নেতারা ও গুরুরাও কিন্তু নরকে যাচ্ছে।

কারণ এদের অনেকেই অনেকেই শয়তানের দ্বারা পরিচালিত।

শয়তানই তাদের গুরু বা দেবতা।
শয়তান তাদের নাটের গুরু। 

প্রশ্ন করতে পারেন যে, . . 
কীভাবে এতো এতো নামকরা লোকেরা, ভালো ভালো লোকেরা নরকের পথের যাত্রী।

কারণ . . এদের অনেককেই এই মন্দ জগতের দেবতা সেই দিয়াবল/শয়তান এই নাটের গুরু তাদের আত্মিক চোখ এমনভাবে অন্ধ করে দিয়েছে যে যীশু খ্রীষ্টের উপর যে সুসমাচারের উজ্জ্বল জ্যোতি প্রতিফলিত হচ্ছে তা তারা দেখতে পায় না।

২ করিন্থীয় ৪:৪ পদে লেখা আছে যে,
“তাহাদের মধ্যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রীষ্ট, তাঁহার গৌরবের সুসমাচার-দীপ্ত তাদের দেন প্রতি উদয় না হয়।”

ঐসব লোকদের মধ্যে অনেকের দ্বারা শয়তান তার কাজ চালিয়ে বেশ মজা পায়।

যীশু যে পাপীদের পরিত্রাণের জন্য রক্ত ঝরিয়ে মৃত্যুবরণ করেছেন আর যীশুর এই ক্রুশে রক্ত ঝরানো, মৃত্যুবরণ করা এবং বিশ্বাসীদের চিরকাল প্রভু হবার জন্য তিনি তিনদিন তিনরাত পরে পুনরুত্থিত হয়েছেন তা তারা বিশ্বাস করেন না। কারণ শয়তায় তাদের আত্মিক চোখ অন্ধ করে দিয়েছে।

শয়তানের কাজ হলো ঈশ্বরের কথাকে অবিশ্বাস করানো যেমন শয়তান আদম ও হবাকে ঈশ্বরের কথাকে অবিশ্বাস করিয়েছিল। 

হ্যাঁ জগতের ভালো মন্দের কোনো পার্থক্য নেই,  

রোমীয় ৩:২৩ পদ। 
“কারণ সকলেই পাপ করিয়াছে ও ঈশ্বরের গৌরবোজ্জ্বল আদর্শচ্যুত হইয়াছে” 

যাহোক নরকের কথা বলি।

নরকে কোনো খ্রীষ্টে বিশ্বাসীর দ্বারা সুসমাচার প্রচারে বিরক্ত হবে না।
নরকে রক্ষার জন্য কোনো বাণী শুনাতে কোনো প্রচারক বিরক্ত করবে না। 
নরকে গির্জায় আসার জন্য আমন্ত্রণ জানিয়ে কেউ জ্বালাতন করবে না। 

শুধু তা-ই নয়, এ-যাবৎ আপনি যতগুলো প্রচার শুনেছেন,
আপনাকে দেওয়া যে সমস্ত প্রচারমূলক বইপত্রগুলো আপনি দূরে সরিয়ে রেখেছেন, ছিঁড়ে ফেলেছেন, প্রতিটি বাণী যা আপনি পিতামাতার কাছ থেকে, প্রচারকদের কাছ থেকে, খ্রীষ্টে বিশ্বাসী বন্ধুর কাছ থেকে পেয়েছেন, আপনার পরিত্রাণের জন্য যত বাণী আপনি শুনেছেন তার সবকিছুই আপনি এই নরক যন্ত্রণায় থাকা অবস্থায় আপনি স্মরণ করতে পারবেন।

লূক ১৬:২৩-২৪ পদে উল্লেখ করা সেই ধনী ব্যক্তির মতো আপনিও একদিন আর্ত চিৎকার করবেন, কাঁদবেন, দাতে দাত ঘষবেন।

নরকে যন্ত্রণায় আপনি আর্তনাদ আর চিৎকার করতে থাকবেন আর এক ফোঁটা জল আপনার ঝলসানো জিহ্বায় স্পর্শ করার জন্য ভিক্ষা চাইবেন।

কিন্তু বন্ধুগণ অনেক দেরি হয়ে গেল।

বাইবেলে মথি ২৩:৩৩ পদে বলা আছে,
“সর্পেরা, কালসর্পের বংশ, কেমন করিয়া তুমি নরকদ- এড়াইবে?” 

নরক সম্পর্কে বাইবেলে উল্লেখ আছে :

নরক - যাতনার স্থান,
নরক - চিরকাল স্থায়ী অগ্নিকু-ের স্থান,
নরক - রোদন ও দন্তঘর্ষণের স্থান,
নরকে - আগুন কখনো নেভে না,
নরক - ক্লেশ ভোগের স্থান,
নরক - দিবারাত্র কখনো বিশ্রাম নেই,
নরক - ভয় ও অন্ধকারের স্থান,
নরক - তৃষ্ণার স্থান,
নরক - কীটে পরিপূর্ণ, 
নরকে - প্রার্থনার কোনো উত্তর নেই।
নরকে - ঈশ্বর নেই, পালক নেই,
নরকে - দয়া-ভালোবাসা নেই, সুখ সেই,
নরকে - যন্ত্রাণার ওষুধ নেই।    

আমাদের কাউকে যদি অনন্তকালের জন্য নরকে কাটাতে হয়, তাহলে কেমন অবস্থাটা হয়?

নরক মূলত শয়তান ও তার দূতদের জন্য এবং তাদের অনুসারীদে জন্য তৈরি।

কিন্তু আপনি যদি যীশু খ্রীষ্টর মাধ্যেমে পরিত্রাণপ্রাপ্ত না হয়ে - তাঁকে অবিশ্বাসে, দুষ্টতার জীবনযাপনে এবং ঈশ্বরের অভিশপ্ত হয়ে মারা যান, আপনিও ঐ তাদের সঙ্গে ঐ নরকেই থাকবেন চিরকাল, অনন্ত অনন্তকালের জন্য।

বন্ধুগণ কারোর কথায় বিভ্রান্ত হবেন না যে যখন আপনি মারা যাবেন তখন সবকিছুরই শেষ হয়ে যায়।

বাইবেল ইব্রীয় ৯:২৭ পদে বলে,
“আর যেমন মনুষ্যদের জন্য একবার মৃত্যু, কিন্তু তৎপরে সেই বিচার নিরূপিত আছে” 

অর্থাৎ মানুষের জন্য একবারই মৃত্যু নিরূপিত আছে, আর তারপর হচ্ছে বিচার।

ঈশ্বর বলেন, বিচার আপনার মৃত্যুকে অনুসরণ করছে।

সুতরাং পবিত্র ঈশ্বরের সম্মুখীন হবার জন্য এখনই সময়, কারণ বিচারের দিন আজকেই হতে পারে।

বাইবেল প্রকাশিত বাক্য ২০:১৫ পদে বলে,
“আর জীবন-পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সেই অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল।”  

অর্থাৎ যাদের নাম জীবর পুস্তকে পাওয়া গেল না, তাদের সেই আগুনের হ্রদে ফেলে দেওয়া হলো।

নরকে যাবার জন্য আর কী করার বাকি আছে?
নরকে যাবার জন্য আর কিছুই করার বাকি নেই।
নরকে যাবার জন্য এযাবৎ যা-কিছু করেছেন, নরকে যাবার জন্য তাই যথেষ্ট।
নরকে যাবার জন্য নতুন করে আর কিছুই করার প্রয়োজন নেই।

আমরা সবাই পবিত্র ঈশ্বরের সম্মুখে পাপে দোষী।

যিহিষ্কেল ১৮:৪ পদ।
“যে প্রাণী পাপ করে, সেই মরিবে” 

হ্যাঁ, এখন তাহলে জিজ্জাসা !!!!
স্বর্গে যেতে কী করতে হবে?

স্বর্গে যেতে আপনার কিছুই করার নেই।
স্বর্গে যেতে আপনার জন্য যাকিছু করার তার সবই আর সম্পূর্ণরূপে যীশু খ্রীষ্ট নিজেই সেই কালভেরীতে ক্রুশে করেছেন।
স্বর্গে যেতে আপনার জন্য তিনি আর কিছুই বাকি রাখেননি যা আপনাকে করতে হবে।

স্বর্গে যেতে, . . 
শুধু পাপের পথ থেকে মন ফিরিয়ে ঈশ্বরের দিকে মন ফিরাবেন।
আপনার জন্য যীশু খ্রীষ্ট যা করেছেন তা মনেপ্রাণে বিশ্বাস করবেন।
যীশু খ্রীষ্টকে আপনার একমাত্র প্রভু বলে গ্রহণ করবেন। 

বাইবেলে বলা আছে যে, আমরা পরিত্রাণের জন্য উদ্ধারের লাভের যোগ্য ছিলাম বলে যে তিনি আমাদের উদ্ধার করেছিলেন তা নয় কিন্তু তাঁর স্নেহ ও করুণায় তিনি আমাদের পাপ ধূয়ে দিলেন আর পবিত্র আত্মাকে আমাদের অন্তরে বিরাজ করতে দিয়ে এক নতূন আনন্দের সঞ্চার করলেন।

সুতরাং যীশুর নামে সবাইকে অনুরোধ করা হচ্ছে যেন সকলে পাপেপূর্ণ, দুষ্টতার পথ থেকে ফিরে আসে আর যীশু খ্রীষ্টের সঙ্গে নতুন জীবনের দাবি করে।

আমিও একদিন জ্বলন্ত নরকের পথের দিকে চলছিলাম।
আমি নিজেই বিবেচনায় বুঝতে পেরেছিলাম, ‘নিশ্চয় কোনো ভালো পথ আছে’। 
আমি জীবন্ত ঈশ্বরের দিকে মন ফিরিয়ে, আমার হৃদয় অন্তঃকরণ থেকে, মনে প্রাণে যীশু খ্রীষ্টের উপর আস্থা রেখেছি, তাঁকে ভরসা করেছি, তাঁর উপর নির্ভর করেছি। যীশু খ্রীষ্টকে আমার একমাত্র প্রভু বলে গ্রহণ করেছি। 

এখন ২ করিন্থীয় ৫:১৭ উল্লেখ করা পদটিতে আমি দাবি করতে পারছি,
“অতএব কোনো মানুষ যদি খ্রীষ্টে থাকে, সে একজন নূতন সৃষ্টি হইল; পুরাতন বিষয়গুলি অবসান হইয়াছে, দেখ, সকল বিষয় নূতন হইয়া উঠিয়াছে।” 

স্বর্গে যাবেন না-কি নরক যাবেন, সে পছন্দ বা বিবেচনা আপনার নিজের।

আপনি যদি ঈশ্বরবিহীন হয়ে থাকেন, আর যদি ঈশ্বরের জীবন-পুস্তকে আপনার নাম লিখাতে চান, তাহলে আপনি জ্বলন্ত নরক থেকে রক্ষা পাবেন।

ঈশ্বরের প্রতি মন ফিরান এবং সহজ সরলভাবে প্রভু যীশুর উপর বিশ্বাস করুন।

প্রকাশিত বাক্য ৩:২০ পদে প্রভুর আহ্বান, 
“দেখ আমি দ্বারে দাঁড়াইয়া আছি, ও আঘাত করিতেছি; কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব, ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে”

প্রার্থনা করুন . . 
‘প্রভু যীশু আমার পাপের জন্য আমাকে ক্ষমা করুন, 
এই মুহূর্তে আমরা হৃদয় অন্তঃকরণে আসুন এবং আমাকে রক্ষা করুন। 
আমেন।’ 

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?