হারানো তারাই . . যারা প্রভু যীশু খ্রীষ্টকে গ্রহণ করতে পারেনি।

‘হারানো’ কথাটা বাইবেল অনুযায়ী হলো তারাই যারা তাদের একান্ত প্রভু এবং মুক্তিদাতারূপে একমাত্র খ্রীষ্টকে এখনো গ্রহণ করতে পারেনি।

হারানো অবস্থায় থাকাটার অর্থ হলো ঈশ্বরের থেকে দূরে থাকা, পৃথক থাকা।

কিন্তু বাইবেল আমাদের বলে যে হারানোদের তালাশে, হারিয়ে যাওয়া লোকদের উদ্ধারে একমাত্র যীশুকেই পাঠানো হয়েছে।

“কিন্তু জগৎ যেন তাঁহারা (যীশু) দ্বারা পরিত্রাণ (উদ্ধার) পায়” যোহন ৩:১৭ পদ

তাই আমাদের হারানো অবস্থার সমাপ্তি ঘটে।

হারানো অবস্থা থেকে নিস্তার পাওয়া যায় আত্মায় নতুন জন্ম লাভ করায়।

আমাদের জগতে অনেকে আছেন যারা মনে করেন যে তারা এতোটাই আর এমনভাবেই হারিয়ে আছেন আর এতো দূরেই আছেন যে তাদের খুঁজে রেব করা সম্ভব নয়।

তাদের এ অবস্থায় যীশু খ্রীষ্টের কথা বললে তারা চট করে বলে ফেলেন যে আমি এতই খারাপ আর এতই ভয়ংকর সব কর্ম করে বসে আছি যে “যীশুর পক্ষে আমাকে রক্ষা সম্ভব নায় আর আমাকে তিনি চাইবেনও না”
যীশু হারানোদের বিষয়ের দৃষ্টান্তে যারা উৎপীড়িত, নিপীড়িত, পদদলিত তাদের একটা আশার বিষয় ব্যক্ত করেছেন।

লূক ১৫ অধ্যায়ে যীশু তাঁর শ্রোতাদের জিজ্ঞাসা করেছেন যে একটি হারানো মেষ যতক্ষণ না খুঁজে পাওয়া যায় ততক্ষণ তো সে খুঁজতেই থাকবে, না কি?

সুন্দর পরামর্শ দিয়ে যীশু তাদের বল্লেন যখন মেষের মালিক তার সেই হারানো মেষটি খুঁজে পাবে তারা সকলেই আনন্দ করবে উল্লাস করবে।

লূক ১৫ অধ্যায় পাঠ করে দেখুন যে এরপর যীশু অত্যন্ত জোরালোভাবে শেষ কথা বলেছেন, - ঠিক এভাবে নিরানব্বই জন ধার্মিক যাদের মন পরিবর্তনের প্রয়োজন নেই তাদের থেকে একজন পথহারা পাপী ঈশ্বরের কাছে ফিরে এলে তাকে নিয়ে স্বর্গে মহা আনন্দ হবে।

একদম স্পষ্ট, ঈশ্বর আনন্দ করেন যখন সেই হারানো ব্যাক্তিটিকে খুঁজে পাওয়া যায় - যখন যারা ঈশ্বরের প্রেমের আহ্বানে সাড়া দিয়ে তাঁর প্রতি সমর্পিত হতে নিজেকে (আমিত্বকে) প্রত্যাখ্যান করে।

খ্রীষ্টের বিশ্বাসী বন্ধুরা, আপনার যখন কারোর সাথে দেখা হয় যিনি বিশ্বাস করেন যে তিনি অত্যন্ত খারাপ, অপরাধী আর সঠিক দিক-নির্দেশনায় চলতে, মুক্তি পেতে যীশুর কাছে আসতে পথ হরিয়ে ফেলেছেন, তাকে লূক লিখিত সুসমাচারের ১৫ অধ্যায়ে দৃষ্টান্তটি বুঝিয়ে বলুন।

এরপর তাকে জীবন পরিবর্তন করা যোহন ৩:১৫-১৭ পদটি, যা সেই নিশ্চয়তা দেয় যে যীশু তাকেই গণ্য করেই তাকেই গুরুত্ব দিয়েই সেই ক্রুশে মৃত্যুতে মূল্য দিয়েছেন।

আপনি পাপী অপরাধী বলেই আপনি যীশু খ্রীষ্টের পরিত্রাণের যোগ্য।
পাপ আমাদের উপযুক্ত করে খ্রীষ্টের রক্তে পরিত্রাণের জন্য।
আমেন।

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?