কাথলিক কিংবা প্রোটেস্ট্যান্ট হয়ে জন্মগ্রহণ করতে পারেন, তাতে খ্রীষ্টিয়ান হয়ে জন্মগ্রহণ করাটা নয়।


কাথলিক
কিংবা প্রোটেস্ট্যান্ট হয়ে জন্মগ্রহণ করতে পারেন,
. . তাতে খ্রীষ্টিয়ান হয়ে জন্মগ্রহণ করাটা নয়।

খ্রীষ্টিয়ান
হতে . . অবশ্যই নতুন জন্ম হতে হয়।
খ্রীষ্টিয়ান হতে . . অবশ্যই পরিত্রাণপ্রাপ্ত হতে হয়।
খ্রীষ্টিয়ান হতে . . অবশ্যই খ্রীষ্টের শিষ্য হতে হয়।
খ্রীষ্টিয়ান হতে . . অবশ্যই ঈশ্বরের সন্তান হতে হয়।

কোনো মণ্ডলীর পরিচয়ে . . পরিত্রাণের সাক্ষ্য নয়।
কোনো মণ্ডলীর পরিচয়ে . . খ্রীষ্টিয়ান বলা নয়।

পরিত্রাণ হয় যীশু খ্রীষ্টতে।
একমাত্র প্রভু যীশু খ্রীষ্টেতে পরিত্রাণে . . ঈশ্বরের সংগে সম্পর্ক শুরু হয়।

পবিত্র শাস্ত্রে লেখা আছে যে, যতজন ঈশ্বরের বাক্য- সেই যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেন, তাঁকে প্রভু বলে গ্রহণ করেন তাদের প্রত্যেককে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দেন।

যীশু খ্রীষ্ট নিজেও বলেছেন যে, তিনিই সেই পথ, সেই সত্য পথ আর তিনিই জীবন।
তাঁর মধ্য দিয়ে না প্রবেশ করলে কেউই ঈশ্বরের সানিদ্ধ লাভ করতে পারেন না।

যীশুর এক শিষ্য বলেছেন যে . .
. . জগতে এমন অন্য কেউ নাই,
. . এমন কোনো ব্যক্তি নাই যে তার কাছে পরিত্রাণ পাওয়া যায়।

যীশুর একজন শিষ্যের এমন কথা বলায় লোকেরা বলতে ছিলেন যে
. . এই অশিক্ষিত লোকটার সাহস দেখেছ?
. . সে কীকরে . .
. . এতো চৎকার করে . .
. . এতো স্পষ্ট
কথা,
. . এতো জ্ঞানের কথা,
. . এতো জোড়ালো সাক্ষ্য কী করে দিতে পারলো?
. . এতো নিশ্চিত সে পরিত্রাণের বিষয় হলো কী করে?
. . লোকটা না মূর্খ !!
. . সে না মাছ ধরে . .

তাদের একজন পিতর আর যোহনকে চিনতে পেরে বল্লেন যে . .
. . এই লোকেরা যীশুর সাথে ছিল।
. . এরা যীশুর সঙ্গে ছিল বলে তাদের এতো বড় কথা!!

যীশুর সাথে যিনি থাকেন
. . তার সাহস সাক্ষ্যের পরিবর্তন হয়,

. . তার জীবন পরিবর্তন হয়,

. . তার কর্মের পরিবর্তন হয়।

যাহোক . .
যীশু খ্রীষ্ট কাউকে . . খ্রীষ্টিয়ান হতে বলেননি,
যীশু খ্রীষ্ট কাউকে . . খ্রীষ্টিয়ান করতেও আদেশ দেননি।

যীশু বলেছেন

. . তোমরা মন ফিরাও আর মন পরিবর্তনের প্রচার করো।

(ঈশ্বরের দিকে মন ফিরানো আর যীশু খ্রীষ্টকে বিশ্বাস)

তিনি বলেছেন -
. . নতুন জন্ম হওয়ার জন্য!!

যীশু খ্রীষ্টের জন্মদিন পালনে নয়,

আপনার নতুন জন্মের উৎসব হয় স্বর্গে !!

একজন পাপী মন ফিরালে স্বর্গে আনন্দ হয়।
একজন পাপী মন ফিরালে স্বর্গে স্বর্গদূতেরা আনন্দ করেনে।

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?