“একমত না হলে কি দু’জনে একসঙ্গে চলতে পারে?”
“একমত না হলে কি দু’জনে একসঙ্গে চলতে পারে?” বলবেন - “না”
আগে থেকে কাউকে বুঝতে না পারলে, এক সঙ্গে চলা যায় না।
“একপরামর্শ না হইলে দুই ব্যক্তি কি এক সঙ্গে চলে?” আমোষ ৩:৩ পদ
বিষয়টি আমরা আমাদের ঈশ্বরের সাথেও মিলিয়ে দেখি, তাঁর সাথে চলা যায় কি না?
প্রভুর সাথে চুক্তিবদ্ধ না হলে কি কেউ তাঁর সঙ্গে চলতে পারে?
বলবেন - “না”
কেন আর কী কারণে আমাদের ঈশ্বরের সঙ্গে থাকায় তাঁর পথ অনুকরণ করতে হয় তা আমরা উপলব্ধি করতে পারি।
বাইবেল বলে, ১পিতর ১:১৫-১৬ পদ
“কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও, কেননা লেখা আছে, “তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র।”
যীশু খ্রীষ্ট আমাদের এবং ঈশ্বরের মধ্যে সমভাব থাকার গুরুত্ব জানেন।
আর তাই তিনি একবার বলেছেন . .
“তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও”
লূক ৬:৩৬ পদ
সত্য কথা বলতে মানষের জীবনে অনেক কিছু ঘটে যাওয়ায় মানুষের প্রয়োজনে প্রভু যীশু সঠিক সিদ্ধান্তে তিনি একটা আদেশ করেছেন -
“অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তেমারাও তেমনি সিদ্ধ হও” মথি ৫:৪৮ পদ।
Comments