পবিত্র আত্মা কীসের মতো? তিনি কি ঈশ্বর? পবিত্র আত্মা সম্পর্কে শিক্ষার গুরুত্ব What is the Holy Spirit like? Is He God? The importance of the doctrine of the Holy Spirit

পবিত্র আত্মা সত্য ঈশ্বর। 
আমরা বিশ্বাস করি যে পবিত্র আত্মা ঐশ্বরিক ব্যক্তিত্ব।
তিনি সমানভাবে পিতা ঈশ্বর।
তিনি পুত্র ঈশ্বর।
তিনি সৃষ্টির সময় সক্রিয় ছিলেন।
তিনি ঈশ্বরের উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি শয়তানকে প্রতিরোধ করে রাখেন।
তিনি পাপ, ধার্মিকতা ও ন্যায় বিচার সম্পর্কে সাক্ষ্য দেন।
তিনি সুসমাচারের সত্য সম্পর্কে সাক্ষ্য প্রদান করেন।
তিনি নতুন জন্মের প্রতিনিধি।
তিনি বিশ্বাসীকে সীলমোহর করেন; পরিধান ও পরিচালনা করেন;  তিনি শিক্ষা দেন আর সাক্ষ্য দেন; তিনি পবিত্র আর বিশ্বাসীদের সাহায্য করেন।

আমরা আগেই আলোচনা করেছি যে একমাত্র ঈশ্বর আছেন, তিনি বলেছেন “আমিই আদি, আমিই অন্ত, আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই।”
তবুও ঈশ্বর নিজেকে তিন ব্যক্তিসত্তায় যেমন - পিতা, পুত্র (যীশু খ্রীষ্ট) এবং পবিত্র-আত্মায় এক “ত্রিত্বে” প্রকাশ করেছেন, যা প্রত্যেকে সত্য, পূর্ণ ও সমতুল্য এক ঈশ্বর।
বাইবেল বলে, “সেই পিতা ঈশ্বরের গৌরব” আরো বলে যে, “সেই বাক্য (যীশু খ্রীষ্ট) ঈশ্বর ছিলেন” আরো বলে যে, “প্রভুর সেই আত্মা” এখানে মাত্র একজন ঈশ্বর  কিন্তু তিন ব্যক্তিসত্তায় তাঁর ঐশ্বরত্বের প্রকাশ।

পবিত্র আত্মা কীসের মতো? তিনি কি ঈশ্বর?

আমরা আমাদের ধর্মতত্ব পাঠে পিতা ঈশ্বরের সৃষ্টি কর্ম আর সেগুলোর সুশৃঙ্খল অবস্থান সম্পর্কে পাঠ করেছি।
আমরা জেনেছি যীশু ক্রুশের উপর উৎসর্গমূলক মৃত্যুবরণ করেন আর পুনরুত্থিত হন।
পাপিরা তাঁকে বিশ্বাস করলে, তিনি তাদের পরিত্রাণের নিশ্চয়তা দেন।
আমরা দেখেছি পিতা ও পুত্র সমানভাবে ঈশ্বর।
এখন আমরা দেখব পবিত্র আত্মা তিনি কে, কীভাবে তিনি পিতা ও পুত্রের সাথে যুক্ত আছেন, কীভাবে তিনি খ্রীষ্টের পরিত্রাণ কাজ সাধন করেন আরো দেখব এর ফলে তিনি পরিত্রাণকে বাস্তব রূপদান করেন।

পবিত্র আত্মা সম্পর্কে শিক্ষার গুরুত্ব।

অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর জন্য খ্রীষ্টিয়ানদের কাছে পবিত্র আত্মা সম্পর্কে জানা আর পবিত্র আত্মা সম্পর্কে  অধ্যায়ণ করা খুব গুরুত্বপূর্ণ।

পবিত্র আত্মা হলেন সম্পূর্ণ ঈশ্বর। 
ত্রিত্বের তৃতীয় ব্যক্তিত্ব হলেন পবিত্র আত্মা। 
শ্রদ্ধায় সমস্ত দিক থেকে তিনি পিতা ও পুত্রের সমান। 
তাঁরা যে সমান তার সবচেয়ে বড় প্রমাণ হলো বাপ্তিস্ম দেবার পদ্ধতি যা মহান আদেশ হিসাবে প্রকাশ হয়েছে।
মথি ২৮:১৯ পদে লেখা আছে যে যীশু তাঁর শিষ্যদের আদেশ করেছে যে তোমরা গিয়ে সমস্ত জাতির লোককে আমার শিষ্য কর, পিতা, পুত্র, ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তাইজিত কর।
২ করিন্থীয় ১৩:১৪ পদে লেখা আছেন যে প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহে, পিতা ঈশ্বরের প্রেম, ও পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। আশীর্বচন অন্যতম প্রমাণ যা পৌল দিয়েছেন। একইভাবে পিতর তার প্রথম পত্রের শুরুতে তিন জনকে একত্রে যুক্ত করেছেন।
১ পিতর ১:২ পদে বলা আছে যে বহূ আগেই পিতা ঈশ্বর তোমাদের মনোনীত করেছিলেন, তিনি জানতেন যে তোমরা তাঁর সন্তান হবে।
পবিত্র আত্মাও তোমাদের অন্তরে কাজ করছেন, খ্রীষ্টের রক্ত ছিটিয়ে/ঝরিয়ে তিনি তোমাদের শুচি করে ঈশ্বরের প্রীতির পাত্র করে তুলেছেন ঈশ্বর তোমাদের প্রচুর আর্শীবাদ করুন, আর সমস্ত দুশ্চিন্তা ও ভয়-ভাবনা থেকে তোমাদের উত্তরোত্তর মুক্ত করুন। 

ত্রিত্বে পবিত্র আত্মা তদুপরি একজন ব্যক্তি।  
একজন লোকের জীবনে পবিত্র আত্মার উপস্থিতি ছাড়া ঈশ্বর সম্পর্কে চিন্তা করা আকাশ পাতাল দূরত্বের মতো।
আর মূলতঃ এটি মানুষের দূরাবস্থার এক ভিন্নরূপ।
আবার একইভাবে পুত্র দু’হাজার বছর আগে জগতে ছিলেন আর এটিও অনেক পুরনো দিনের আর অনেক দূরের মনে হতে পারে।
কিন্তু যখন পবিত্র আত্মা বিশ্বাসীর জীবনে বসবাস করে, তখন সে-ই সাহস যোগায়, নিশ্চিত করে, নির্দেশনা দেয় আর ঐক্যবদ্ধ রাখে।
যেহেতু পবিত্র আত্মা ত্রিত্বের একজন সেহেতু ত্রিত্ব ঈশ্বরই (Trune God) আমাদের মধ্য দিয়ে কাজ করেন।

আমরা “পবিত্র আত্মার যুগে” বাস করছি। 
পুরাতন নিয়ম যে সময়ের, সে সময়টিতে ঈশ্বরের কাজ আমরা সবচেয়ে বেশি দেখতে পাই।
যেমন চারটি সুসমাচার যে সময়কে নির্দেশ করে তখন সে সময়ে ছিল পুত্রের কাজ।
পবিত্র আত্মার কাজ পঞ্চাশত্তমীর দিনে (Day of Pentecost) প্রকাশিত হয়ে বর্তমান সময় অবধি রয়েছে।
প্রেরিত ২:১-৪; ৩৩ পদ (পাঠ করতে হবে)

বর্তমান মানব সংস্কৃতি মূল্যহীন মতবাদের অভিজ্ঞতার উপর জোর দেয়। 
যখন আমরা পবিত্র আত্মা লাভ করি তখন আমাদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি আর তাঁর নানাবিধ অবাক হওয়ার মত বিস্ময়কর গুণাবলীর (various attributes) অভিজ্ঞতা লাভ করি, তাই পবিত্র আত্মা কে আর কী তাঁর কাজ তা আমাদের জানা ও বোঝা খুবই গুরুত্বপূর্ণ।
তদুপরি, খ্রীষ্টিয় জীবনযাপন আর মুক্তিদাতার পক্ষে কার্যকরভাবে সহ্য করা কেবলমাত্র আত্মার নির্দেশনা আর শক্তির মাধ্যমে সম্ভব হয়েছিল।
প্রেরিত ১:৮ পদে লেখা আছে যে তামাদের ওপরে পবিত্র আত্মা এলে তোমরা শক্তি লাভ করবে আর যিরূশালেম থেকে শুরু করে সমস্ত যিহূদিয়া, শমরিয়া আর পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার মৃত্যু ও পুনরুত্থানের বিষয়ে সাক্ষ্য দেবে।

পবিত্র আত্মার বৈশিষ্ট্য

পবিত্র বাইবেলে এমন অনেকগুলো উদ্ধৃতি আছে যেগুলো প্রমাণ করে যে পবিত্র আত্মা পিতা ও পুত্রের মত সমানভাবেই ঈশ্বর (same degree as the Father and the Son).

পবিত্র আত্মা আর ঈশ্বর মাঝে মাঝে একই অর্থে বুঝান হয়েছে। 
প্রেরিত ৫ অধ্যায় অনুসারে, একখণ্ড জমি বিক্রয় করার পর অননিয় সেই টাকা শিমন পিতরের কাছে আনলেন আর যিরূশালেম মণ্ডলীতে দানস্বরূপ উৎসর্গ করলেন।
এছাড়াও, তিনি যে টাকায় জমি বিক্রয় করেছিলেন, তার চেয়েও কম টাকা উপস্থিত করেছিলেন।
পিতর তাকে তিরস্কার করে জিজ্ঞেস করলেন কেন তিনি বিক্রয় লব্ধ টাকার একটি অংশ নিজের কাছে রেখে দিয়ে তিনি পবিত্র আত্মার সাথে মিথ্যা ছলনা করলেন, ৩ পদে লেখা আছে অননিয়, শয়তান তোমার অন্তরে ভর করেছে তাই তুমি বলছ যে জমি বিক্রির সব টাকাটাই তুমি দিয়েছে, এভাবে তুমি পবিত্র আত্মার কাছেই মিথ্যা বললে।
পরের পদে পিতর অননিয়কে অভিযুক্ত/দোষী করলেন ঈশ্বরকে মিথ্যা বলার জন্য কিন্তু মানুষকে মিথ্যা বলার জন্য নয়।
এই কথায় বুঝানো হয়েছে যে পবিত্র আত্মাকে মিথ্যা বলা মানেই ঈশ্বরকে মিথ্যা বলা। 

১ করিন্থীয় অনুসারে পবিত্র আত্মার বসবাস মানেই ঈশ্বরের বসবাস।
“ঈশ্বরের মন্দির (the temple of God) ১ করিন্থীয় ৩:১৬ পদে লেখা আছে যে তোমরা কি জান না  যে তোমরা ঈশ্বরের মন্দির, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন?
“পবিত্র আত্মার মন্দির (the temple of the Holy Spirit).
১ করিন্থীয় ৬:১৯ পদে লেখা আছে যে তোমাদের কি এখনও এই শিক্ষা হলো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যে আত্মার মন্দির, যে আত্মাকে তোমরা ঈশ^রের কাছ থেকে পেয়েছ, যিনি তোমাদের অন্তরে বাস করেন?
এ দু’টি বাক্যের দ্বারা পৌল বুঝিয়েছেন যে পবিত্র হলেন আত্মা-ঈশ্বর (Holy Spirit of God).

ঈশ্বরের মত একই গুণ পবিত্র আত্মার আছে। 
তাঁকে বলা হয়েছে সর্বজ্ঞ, সব জান্তা (omniscient) ১ করিন্থীয় ২:১০-১১ পদে লেখা আছে যে নতুন নিয়মে বহুবার তাঁকে সর্বশক্তিমান (omnipotence) বলা হয়েছে।
লূক ১:৩৫ পদে লেখা আছে পবিত্র আত্মা তোমার উপরে আসবেন আর ঈশ্বরের শক্তি তোমাকে আবৃত করবে।
রোমীয় ১৫:১৯ পদে লেখা আছে পবিত্র আত্মার শক্তিতে বিভিন্ন চিহ্ন ও অলৌকিক্ কাজের মাধ্যমে তা করেছেন।
যোহন ৩:৫-৮ পদে লেখা আছে যীশু বললেন, আমি সত্যি বলছি, যদি কারোর উপর জল ও আত্মা হতে জন্ম না হয় তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না।
মানুষ কেবল মানব দেহেরই জন্ম দিতে পারে, কিন্তু আত্মা দেন আত্মিক জন্ম। তাই তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক - আমার এই কথায় আশ্চর্য্য হয়ো না।
তুমি যেমন বাতাসের শব্দ শুনতে পাও কিন্তু বলতে পারো না, কোথা থেকে বাতাস আসে, পরে কোথায় চলে যায়, আত্মা থেকে যাদের জন্ম হয় তারা ঠিক সেরূপ।
তিনি হলেন অনন্তকালীন আত্মা (as the eternal Spirit).
ইব্রীয় ৯:১৪ পদে লেখা আছে তবে নিত্যজীবি আত্মার সাহায্যে যিনি নিজেকে নির্দোষ ও নিষ্কলঙ্ক বলিরূপে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রীষ্টের রক্ত কতো সুনিশ্চিতভাবে আমাদের প্রাণহীন আচার অনুষ্ঠান থেকে মুক্ত করে যার দ্বারা আমরা জীবন্ত ঈশ^রের আরাধনা করতে সক্ষম হই।
কেবল ঈশ্বরই অনন্ত আর চিরস্থায়ী।
ইব্রীয় ১:১০-১২ পদে লেখা আছে এই সমস্ত যুক্তি ও বর্ণনাগুলো বিশ্বাস করতে বাধ্য করে যে পবিত্র আত্মা হলেন  ঈশ্বর (Holy Spirit is God) । 

ঈশ্বর তাঁর গুণে যা করেন পবিত্র আত্মাও তাই করেন। 
তাঁর সৃষ্টি কাজে অংশ গ্রহণ আদিপুস্তক ১:২ পদ, ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাচল করেছিল।
গীতসংহিতা ১০৪:৩ পদে তোমার স্বর্গের বাসস্থানের ভিত্তি তুমি আকাশের জলের উপরে স্থাপন করেছে।
তিনি বিশ্বাসীদের আত্মিক জীবনে অপরিহার্যভাবে সক্রিয় থেকে কাজ করেন।
নতুন জন্ম লাভের জন্য পবিত্র আত্মার ভূমিকা বিষয় সম্পর্কে যীশু কথা বলেছেন যোহন ৩:৫-৮ পদে লেখা আছে (পাঠ করতে হবে)।
তীত ৩:৫ পদে লেখা আছে কোনো সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেননি, তাঁর করুণার জন্যই তা করলেন।
পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুন সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধূয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের উদ্ধার করলেন।
সেই একই সত্য পৌল ঘোষণা করেন।
পবিত্র আত্মা যীশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করেন আর সেই আত্মাই আমাদের মরণশীল দেহে (mortal bodies) জীবন দান করবেন।
রোমীয় ৮:১১ পদে লেখা আছে যিনি যীশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন সেই ঈশ^রের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে ঈশ্বর তাঁর সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যুও অধীন দেহকেও জীবন দান করবেন। 
২ পিতর ১:২১ পদে শাস্ত্রের মধ্যেকার কোনো কথা নবীদের মনগড়া নয়, কারণ নবীরা তাঁদের ইচ্ছামত কোনো কথা বলেননি, পবিত্র ব্যক্তিরা পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়েই তাঁরা ঈশ^রের দেওয়া কথা বলেছেন।
শাস্ত্রলিপি দান করার ক্ষেত্রে পবিত্র আত্মার ভূমিকার কথা বলা হয়েছে।

পবিত্র আত্মার ব্যক্তিত্ব।

অনেকে পবিত্র আত্মাকে ঈশ্বর সম্পর্কিত উদ্দীপক কিংবা নৈব্যর্ক্তিক ক্ষমতা (ব্যক্তি হিসেবে অস্তিত্ব নেই এমন) বা প্রভাব (impersonal power or influence)  হিসাবে দেখে এমনকি তিনি ঈশ্বরের মত ব্যক্তিত্ব নয়  এমনভাবেও তারা দেখে।
অন্যদিকে, মণ্ডলীগুলোর ঐতিহাসিক অবস্থান হলো ঈশ্বর তিন ব্যক্তিত্বে একজনই, যার কেন্দ্রে আছে পিতা, পুত্র ও পবিত্র আত্মা (there is one God, eternal existing in three persons, Father, Son, and Holy Spirit)। শাস্ত্রলিপি পবিত্র আত্মা সম্পর্কে অকাট্য প্রমাণ উত্থাপন করে।

তাঁকে পুংলিঙ্গে প্রকাশ করা হয়। 
যখন যীশু পবিত্র আত্মার পরিচর্যা সম্পর্কে যোহন ১৬:১৩-১৪ পদে বর্ণনা করেন, (পাঠ করতে হবে)
তখন তিনি গ্রিক শব্দ “ন্যূমা” (pneuma) শব্দটি যার দ্বারা ক্লবিলিঙ্গ (neuter) বুঝায় সেটি ব্যবহার করেননি, বরং  শব্দটির পুংলিঙ্গ (masculine pronoun) ব্যবহার করেছেন।
পুংলিঙ্গের ব্যবহারের দ্বারা বুঝান হয়েছে যে পবিত্র আত্মা ব্যক্তি বাচক (a person)।
কোনো বস্তু বা প্রভাব বাচক (not an influence of thing) নয়।

পবিত্র আত্মার ব্যক্তির মত কাজ। যীশু তাঁর শাস্ত্রে অন্য কোনও ব্যক্তির কাজের অনুরূপভাবে বর্ণনা করেছেন। 
গ্রিক শব্দ প্যারাক্লিতস (parakletos)-কে নতুন নিয়মে পবিত্র আত্মা বুঝাতে ব্যবহার করা হয়েছে।
অনুবাদ করলে এর অর্থ হয় “মন্ত্রণাদাতা (counselor)”, “সান্ত্বনাদাতা (comforter)”, “যোগাযোগকারী (consoler)”, “মধ্যস্থতাকারী (intercessor or advocate)”.
যোহন ১৪:২৬ পদে লেখা আছে যে সেই সাহায্যকারী, অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। 
যোহন ১৫:২৬ পদে লেখা আছে যে যে সাহায্যকারীকে আমি পিতার কাছ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব, তিনি যখন আসবেন তখন তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দেবেন। ইনি হলেন সত্যের আত্মা যিনি পিতার কাছ থেকে আসবেন। 
যোহন ১৬:৭ পদে লেখা আছে যে তবুও আমি তোমাদের সত্যি কথা বলছি যে, আমার যাওয়া তোমাদের পক্ষে ভাল, কারণ আমি না গেলে সেই সাহায্যকারী তোমাদের কাছে আসবেন না। কিন্তু আমি যদি যাই তবে তাঁকে তোমাদের কাছে পাঠিয়ে দেব।
এসব পদে পবিত্র আত্মার কাজ সম্পর্কে এগুলো ব্যবহার করা হয়েছে।
এগুলো দিয়ে গুনবাচক প্রভাবকে বুঝানো হয়নি।
১ যোহন ২:১ পদে যীশুকেও প্যারাক্লিতস বা সহায়ক (parakletos) বলা হয়েছ।
যোহন ১৪:১৬ পদে যীশু বলেছেন আমি পিতার কাছে চাইব, আর তিনি তোমাদের কাছে চিরকাল থাকবার জন্য আর একজন সাহায্যকারীকে পাঠিয়ে দেবেন।
তাঁর মত আরেক জন প্যারাক্লিতস বা সহায়ক পাঠানোর প্রতিজ্ঞা করেছেন যীশু।
এটি বুঝায় যে পবিত্র আত্মা যীশুর বদলী এবং একই ভূমিকা পালন করবেন।
এটি নির্ভুল একটি প্রমাণ তিনি একজন ব্যক্তিত্ব।

তাঁর ব্যক্তিত্বমূলক চরিত্র। 
মানব চরিত্রে ব্যক্তিত্বের তিনটি মৌলিক বিষয় হলো জ্ঞান, ইচ্ছা ও অনুভূতি।
যীশু প্রতিজ্ঞা করে বলেছেন, পবিত্র আত্মা তোমাদের শিক্ষা (জ্ঞান) দিবেন আর আমি যা তোমাদের শিখিয়ে ছিলাম তা স্মরণ করিয়ে দিবেন।
যোহন ১৪:২৬ পদে লেখা আছে সেই সাহায্যকারী, অর্থাৎ পবিত্র আত্মা যাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনিই সব বিষয়ে তোমাদের শিক্ষা দেবেন, আর আমি তোমাদের যা কিছু বলেছি সেই সব তোমাদের মনে করিয়ে দেবেন। 
১ করিন্থীয় ১২:১১ পদে পৌল বলেন পবিত্র আত্মা তাঁর ইচ্ছা অনুসারে মানুষকে নানা প্রকার দান দিয়ে থাকেন।
ইফিসীয় ৪:৩০ পদে পৌল পবিত্র আত্মাকে দুঃখ দিতে নিষেধ করেন, কারণ তার দুঃখ পাবার অনুভূতি আছে তা নিশ্চিত করেছেন।

পবিত্র আত্মার নিন্দার ক্ষমা হইবে না, এটা পাপ। মথি ১২:৩১ পদে লেখা আছে যে মানুষের সমস্ত পাপ এবং ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা ক্ষমা করা হবে না।
মার্ক ৩:২৯ পদে পবিত্র আত্মার বিরুদ্ধে অপমানের কথা কখনও ক্ষমা করা হবে না।
তাদের পাপ চিরকাল থাকবে।
এগুলো কোনো নৈর্ব্যক্তিকের বিরুদ্ধে করা যায় না। 

অধিকন্তু, পবিত্র আত্মা যে কাজগুলো করেছেন তা কেবল কোনো ব্যক্তিই করতে পারেন।
তিনি শিক্ষা দেন, কথা বলেন, মধ্যস্থতা করেন, সাক্ষ্য দেন, পরিচালনা করেন, আদেশ দেন, খুঁছেন এবং প্রকাশ করেন।

শিক্ষণীয় বিষয় 

পবিত্র আত্মা এমন একজন ব্যক্তি যার সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক আছে।
তিনি নিশ্চিতভাবে আমাদের শাস্ত্র বুঝতে এবং প্রার্থনা করার নিয়ম শিখিয়ে দেন

এ সব বিষয় বিবেচনা করলে পবিত্র আত্মা হলেন - ঈশ্বর।
ত্রিত্বের অন্য কোনো অংশ থেকে তিনি কম নয়।
তিনি পিতা ও পুত্রের মত সমান মর্যাদাপ্রাপ্ত।

পবিত্র আত্মা ত্রিত্বের মধ্যে ঈশ্বর।
পবিত্র আত্মার মাধ্যমে ত্রিত্ব ঈশ্বর বিশ্বাসীর নিকটবর্তী হয়ে তাঁদের অন্তরে বাস করেন।
২০০০ বছর আগে যীশু এ জগত চলাফেরা করেছেন, এখনও তাঁর চেয়েও ঈশ্বর আমাদের আরো কাছে আছেন।
তখন ঈশ্বর তাঁর শিয্যদের মধ্যে ছিলেন, এখন তিনি তাঁর শিষ্যদের মধ্যে আছেন।
আগামীতে আলোচনা - পবিত্র আত্মার কাজ কী? এরপর আলোচান - বাপ্তিস্ম এবং পবিত্র আত্মার পূর্ণতা কি এক?


Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?