যৌবনে জীবন্ত ঈশ্বরকে স্মরণ কর!

“তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্বরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই” উপদেশক ১২:১,১-১৪ পদ

সময় বয়ে যায়, দিন চলে যায় আর তা বুঝে ওঠার আগেই তরুণর বৃদ্ধ হতে থাকে।

বয়স হওয় হওয়াটা কখনো এড়ানো যায় না।
শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল পৌরত্ব বৃদ্ধ হওয়া ঘটনা নির্দিষ্ট।
তাই জীবনের বিভিন্ন পর্যায় রয়েছে আর যৌবন তার মধ্যে একটি।

তরুন সময়টা ঠিক সেই সময় যখন তারা নিজেদের জন্য একটা জীবন গড়ার পরিকল্পনা করে . . 

একটা ভালো শিক্ষা গ্রহণ করা,
একটা সন্তোষজনক চাকরি পাওয়া,
প্রচুর টাকাপয়সা অর্জন,
থাকার জন্য একটা বাড়ীর মালিক হওয়া,
বিবাহ করার জন্য একটা একজন জীবনসঙ্গী পাওয়া। 

এমন তালিকা অনেক দীর্ঘ হতে থাকে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে।

মনে রাখবেন এটা জীবনের কেবল একটি খুশি হওয়া, আর আর মা-বাবাকে সন্তোষ্ট করা।
মনে রাখতে হবে যে এর সবকিছু শীঘ্রই শেষ হয়ে যায়।
তাই যখন তরুণ তখন তাদের আরও গুরুত্বপূর্ণ কিছু করতে ভাবতে হয়। 

তরুণরা যদি মনে করে যে তারা মৃত্যুর দিন পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে শুধ উপরে উঠতেই থাকবে, তাহলে তারা ভুল করছে।
জীবন প্রতিটি পর্যায়ে একই রকম নয়।

একজন তরুণের প্রচুর অবসর সময় থাকে, প্রচুর সতেজতা আর উদ্দীপনা থাকে, আর থাকে প্রবল আক্ষাঙ্খা।  

কীভাবে তরুণরা তাদের যৌবন/তরুণ জীবনের সর্বোত্তম, অতি উত্তমভাবে ব্যবহার করতে পারি? 

আমাদের শাস্ত্রের ঐ মূল পদটি বলে,

“আর তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্বরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই”

তোমার যৌবনের দিনগুলোতে তোমার জীবন ঈশ্বরকে সমর্পণ কর। 

শলোমন এখানে যুবক-যুবতীদের তরুণ বয়সেই প্রভুর কাছে আত্মসমর্পণ করার চ্যালেঞ্জ জানিয়েছেন।

তিনি তরুন/তরুনীদের মনে করিয়ে দিয়েছেন যে সামনের দিনগুলো একই রকম হবে না, এখনকার মতো একই রকম যাবে না।

“দুঃসময়” কথাটা অর্থ, মন্দ, দুর্দশা, নিরুৎসাহ হওয়ার আর প্রতারণার ফাদে পড়ার দিন আসছে।

আমাদের যদি সামনে আসা সেই সমস্ত দিনগুলোতে দৃঢ়ভাবে স্থির হয়ে দাঁড়াতে হয় তাহলে এই অল্প বয়স থেকেই প্রভুর বদ্ধমূল হওয়া দরকার। 

আমাদের যৌবনের দিনগুলোতে প্রভুর প্রতি প্রতিশ্রæতি আর তাঁর প্রতি বিশ্বাস আমাদের টিকিয়ে রাখতে কারণ বিপদের দিনগুলোতে কাটিয়ে উঠতে আমাদের সহায়তা করবে।

এমন একটি সময় আসছে যখন খ্রীষ্টকে ছাড়া আমরা এখন যা-কিছু করি তা অর্থহীন আর অকার্যকর বলে মনে হবে যখন আমাদের শক্তি/সামর্থ ব্যর্থ হতে শুরু করবে; আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটে।  

জীবনের তরুণ্যের অবস্থা হলো একটি আকাক্সক্ষা আর স্বপ্নের সময়।

এই তরুণ অবস্থায় জীবনের ক্ষণস্থায়ী আনন্দ আর সত্যিকারের সুখের মধ্যে বেঁছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।

১ তীমথিয় ৫:৬ পদটি  আমাদের সাবধান করে যে যে, যারা জীবনের আনন্দের জন্য বেঁচে থাকে, তারা জীবিত অবস্থাতেই মৃত।

“কিন্তু যে বিলাসিনী, সে জীবদ্দশায় মৃত”

খ্রীষ্টের কাছে তুমি এখনযখন তরুণ কিংবা যুবক, খ্রীষ্টের কাছে আস

যিহোশূয় আর কালেব হলো সেই সমস্ত লোকদের ব্যতিক্রমী উদাহরণ, যারা ছোটবেলায় ঈশ্বরকে ভালোবাসতেন আর ঈশ্বরের সেবা করতেন।

সেই বরোজন গুপ্তচর যখন প্রতিজ্ঞাত দেশ থেকে ফিরে এসেছিল, তখন কেবল যিহোশূয় আর কালেন ভালো সংবাদ নিয়ে ফিরে এসেছিল। 

যিহোশূয় আর কালেব নামে দুইজন গুপ্তচর এইভাবে বলেছিল:

গণনাপুস্তক ১৪:৮-৯ পদ, “সদাপ্রভু যদি আমাাদের উপর প্রীত হন, তবে তিনি আমাদিগকেক সেই দেশে প্রবেশ করাইবেন, ও সেই দুগ্ধমধুপ্রবাহী দেশ আমাদিগকে দিবেন। কিন্তু তোমরা কোনো মতে সদাপ্রভুর বিদ্রোহী হইও না; কেননা তাহারা আমাদের ভক্ষ্যস্বরূপ, তাহাদের আশ্রয়-ছত্র তাহাদের উপর হইতে নীত হইল, সদাপ্রভু আমাদের সহবর্তী; তাহাদিগকে ভয় করিও না।” 

ঐ বারোজন যেভাবে সবকিছু দেখেছিল, যিহোশূূয় আর কালেব সেভাবে দেখেনি, তারা ঈশ্বরের দৃষ্টি দিয়ে সবকিছু দেখেছিল আর এতে ঈশ্বর খুশি হয়েছিলেন। 

প্রত্যেক যুবক-যুবতীর জীবনেরও তাই হওয়া উচিত Ñ জীবনকে দেখার জন্য, আমাদের চারপাশের অন্যরা যেভাবে দেখছে সেভাবে নয় বরং ঈশ্বরকে দেখতে।

ঈশ্বরের চোখে তারা এতোটাই প্রীতিজনক ছিল যে ১২ জন গুপ্তচরের মধ্যে মাত্র দুইজন ছিল, যাদের ঈশ্বর প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার অনুমতি দিয়েছিলেন।

মার্ক ৮:৩৬ পদ বলছে, “বস্তুতঃ মনুষ্য যদি সমুদয় জগৎ (তার সমস্ত আনন্দ সহ) লাভ করিয়া আপন প্রাণ খোয়ায়, তবে তাহার কি লাভ হইবে?”

জীবনের প্রথম দিকে ঈশ্বরকে বেঁছে নেওয়া আর তাঁর প্রতি জীবন সমর্পণ করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা আমাদের অনন্তকাল নিশ্চিত করি আর পবিত্র আত্মা দ্বারা পরিচালিত ও সুরক্ষিত থাকি।

তাহলে আমাদের জীবন পরিপূর্ণ ও পরিতৃপ্ত হবে।

তরুণ বয়সে যখন জগতের ভোগবিলাস, মোহে থাকে তখন তখন পরিণত বয়সে তার ঈশ্বরের প্রতি ফিরে আসাটা, মন পরিবর্তন করাটা অত্যন্ত কঠিন হয়ে পরে, আর তারা বাইবেল পাঠ, গির্জায় আসা, প্রচার শুনতে আগ্রহ থাকে না Ñ “ইহাতে আমার প্রীতি নাই”

চিন্তু কর:

ঈশ্বর এমন যুবক-যুবতীদের খুঁজছেন যাদেরকে তিনি তাঁর আত্মা দিয়ে পূর্ণ করতে পারেন আর যারা তাঁর রাজ্যেও জন্য মহৎ কাজে যেতে পারেন।  

তুমি কি সেই ব্যক্তি?

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?