পরিত্রাণ কি ঈশ্বর আপনাকে সরাসরি দিয়েছেন?
পরিত্রাণ কি ঈশ্বর আপনাকে সরাসরি দিয়েছেন? না!! নতুন জন্ম হওয়া কি ঈশ্বর আপনাকে সরাসরি দিয়েছেন? না!! অনন্ত জীবন কি ঈশ্বর আপনাকে সরাসরি দিয়েছেন? না!! ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা কি ঈশ্বর আপনাকে সরাসরি দিয়েছেন? না!! জীবনপুস্তককে নাম লেখানো কি ঈশ্বর আপনাকে সরাসরি দিয়েছেন? না!
তাহলে ??
হ্যা, পিতা ঈশ্বর এর সবকিছুই আপনার জন্যই বরাধ্য করেছেন।
এসব তিনি অন্য কোনো গুরুকে দেননি আপনাকে দেবার জন্য।
পিতা ঈশ্বর এর সবকিছুই দিয়েছেন তাঁর একমাত্র পুত্র যীশু খ্রীষ্টকে আপনাকে দেওয়ার জন্য।
যীশু খ্রীষ্টের মাধ্যমেই এসব আশির্বাদ ও পাওনা আপনার জন্য।
এসবের পরিচয় এর অভিজ্ঞতা অন্যেরা জানতে ও বুঝতে পারে না যারা প্রভু যীশুকে বিশ্বাস করেনি ও তাঁকে তার নিজের মুক্তিদাতা ও প্রভু বলে গ্রহণ করেননি।
এর সবকিছুর কথা পবিত্র ঈশ্বরের বাক্য বাইবেলে রয়েছে, অন্য কোনো গ্রন্থে নয়।
এর সবকিছুর প্রচার একমাত্র যীশু খ্রীষ্টের বিশ্বাসীরা করেন অন্য কেউ নয়, কারণ অন্যেরা এসব বুঝতে পারেন না তাই।
যীশু বলেলেন . .
“আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না” যোহন ১৪:৬ পদ।
“কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার এক জাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়” যোহন ৩:১৬ পদ।
“কিন্ত যত লোক তাঁহাকে (যীশুকে) গ্রহণ করিল, সেই সকলকে, যাহারা তাঁহার নামে বিশ্বাস করে তাহাদিগকে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। যোহন ১:১২ পদ।
Comments