কাউকে জয় করতে আত্মসাক্ষ্য একটি শক্তি। The power of personal testimony


অনেক সময় আপনার নিজের সাক্ষ্য দিয়ে কাউকে তার অসৎ পথ থেকে ফিরিয়ে আনার ইচ্ছা জাগতে পারে, কিন্তু আপনার সেই চমৎকার সাক্ষ্যটি কীভাবে প্রকাশ করবেন তা হয়তো বুঝে উঠতে পারছেন না। 
আপনার বাইবেল ভিত্তিক সাক্ষ্যটি সুন্দর করে গুছিয়ে প্রকাশ করলে কাউকে অনন্ত জীবনের সুযোগ পাইয়ে দিতে পারেন।
খ্রীষ্টের সঙ্গে আপনার জীবনের সেই মুহূর্তটির কথা চিন্তা করুন। 
কাউকে খ্রীষ্টের কথা বলতে গিয়ে ধর্মকর্মের কথা এর সাথে ধর্মীয় আচার-অনুষ্ঠানের কথা না তোলাই ভালো।
সাধু পৌলের সাক্ষ্যের সঙ্গে আপনার সাক্ষ্য তুলে ধরতে বাইবেলের পদগুলো দেখুন।
প্রেরিত পৌল, প্রেরিত ২২:১-২১ পদ এর সাথে প্রেরিত ২৬ অধ্যায়ে তার সাক্ষ্য তুলে ধরেছেন। 
আপনার সাক্ষ্য ভিন্ন হলেও তা বাইবেল অনুযায়ী হলে অন্ধকার জীবনের থাকা সেই হারানো লোকটিকে চেতনা দিতে তাকে সজাগ করতে আপনার অনেক সাহায্য হবে।
সাধু পৌলের খ্রীষ্টকে পাবার আগেকার কথা - প্রেরিত ২৬:১-৩ পদ।
নিজের সাক্ষ্য দিতে গিয়ে নিজের সদয়, মার্জিত, উদার এবং ভদ্রতার পরিচয় দেওয়া প্রয়োজন।
সাক্ষ্য দিতে গিয়ে আপনি কাউকে বলতে পারেন “ভাই আপনার সাথে আমার পরিচয় হয়ে অনেক কথা হলো, কিন্তু আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার প্রভু যীশুর সম্পর্কে কিছুই বলা হলো না।
এ মুহূর্তে কথা শুরু করতে গিয়ে মনে মনে প্রভুর কাছে প্রার্থনা করে পবিত্র আত্মার উপর আস্থা রাখতে পারেন, কারণ আপনি একটি গুরুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন। 
আপনি যেন আপনার মুখ রক্ষার্থে তাঁর উপর নির্ভর করতে পারেন।
পাঠ করে দেখুন : 
- গীতসংহিতা ১৪১:৩ পদ; 
- যিশাইয় ৫০:৪ পদ;
- ইফিষীয় ৪:২৯ পদ
- সাধু পৌলের কথা,
- ১ করিন্থীয় ২:৪,৫ পদ।
আপনার আগেকার জীবনের ভালো দিকগুলো তুলে ধরুন। 
- প্রেরিত ২৬:৪,৫ পদ।
পৌল তার আগেকার ধর্মীয় ও নিজের জীবনের ভালো দিকগুলো তুলে ধরেছেন।
আপনার আগেকার জীবনের খারাপ দিকগুলো তুলে ধরুন। 
- প্রেরিত ২৬:৯-১১ পদ
প্রেরিত ২২ অধ্যায়ে সাধু পৌল স্তিফানকে হত্যর বিষয় আর খ্রীষ্টিয়ানদের প্রাণদণ্ড ও তাদের তাড়নার কথা উল্লেখ করেন।
আপনি যেভাবে পরিবর্তন হয়েছেন, রূপান্তরিত হয়েছেন সে কথা বলুন। 
- প্রেরিত ২৬:১২-১৫ পদ
পরিবর্তীত হওয়ার পরপরই অনেক অনেক প্রতিশ্রুতিতে যুক্ত থাকার জন্য নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করেছেন তাও বলতে ভুলবেন না। 
কারোর কাছে পরিত্রাণের কথাই শুধু নয়, কিন্তু আপনি যে খ্রীষ্টকে গ্রহণ করায় দিনে দিনে কী কী অভিজ্ঞতা লাভ করছেন তার সবকিছুই যে আপনি মণ্ডলীতে সাবার সাক্ষাতে প্রকাশ করছেন তাও বলতে ভুলবেন না।
আপনি একজন বিশ্বাসী। 
- প্রেরিত ২৬:১৯-২২ পদ।
আপনার সাক্ষ্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত প্রার্থনার উত্তর পাচ্ছেন, অনেক কিছুতে জয়ী হচ্ছেন, সেসব কথা বলুন আপনার সাক্ষ্যে। 
মনে রাখবেন সঠিক এবং যুক্তিসঙ্গত বিষয়ে খ্রীষ্টের সাথে গভীর সম্পর্ক প্রকাশ পায় আর দিন দিন নতুন নতুন প্রেরণা পাওয়া যায়। 
বারাবার একটি স্থানে গেলেই খ্রীষ্টবিশ্বাস নয় কিন্তু খ্রীষ্টকে জানাটাই বড় বিষয়। 
খ্রীষ্টের সাথে সম্পর্ক রাখাটাই গুরুত্বপূর্ণ যা আপনার প্রথম থেকেই শুরু হয়।
সুসমাচারের কথা। 
- প্রেরিত ২৬:২৩ পদ
সুসমাচারের কথা বলতে গিয়ে আপনার নিজের সেরকম একটি সাক্ষ্য নিশ্চয় প্রস্তুত আছে। 
সুসমাচারকে নিয়েই সাক্ষ্য দেওয়া ভালো একটি উপায়।
- খ্রীষ্ট আমাদের জন্য মরেছিলেন
- তিনি করবপ্রাপ্ত হয়েছিলেন
- তিনি করব থেকে উত্থাপিত হয়ে হৃদয় অন্তরে জীবিত আছেন। 
- ১ করিন্থীয় ১৫:৩,৪ পদ।
এতক্ষণ বলার পর তাকে আপানার খ্রীষ্টকে আরো জানানোর জন্য আহ্বান করতে পারেন। 
বলতে পারেন - “আপনি আমার সাক্ষ্য শুনেছেন, আপনি কী আমার কথাগুলো বুঝতে পেরেছেন?
আজ আপনার মৃত্যু হলে আপনি কোথায় যাবেন? 
স্বর্গে যাবেন কি?
এভাবে কারোর কাছে আপনার চমৎকার সাক্ষ্য প্রকাশ করতে পারেন যা তিনি এর আগে কখনো শুনেন নাই, আপনিই প্রথম শোনালেন তাকে।

“তোমরা জগতের দীপ্তি; পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। আর লোকে প্রদীপ জ্বালিয়া ঢাকনার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল সকল লোককে আলো দেয়। তদ্রুপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্ব হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।”
মথি ৫:১৪-১৬ পদ

Comments

Popular posts from this blog

উপবাস - বাইবেলের আলোকে উপবাস

প্রতিমা পূজা এমনকি মূর্তি সম্পর্কে বাইবেল কী বলে? What does the Bible says about idolatry or even image?

ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন?