Posts

Showing posts from 2024

বড়দিনে আপনার প্রতিক্রিয়াটা কী?

Image
“হে স্বামিন, এখন তুমি তোমার বাক্যনুসারে তোমার দাসকে শান্তিতে বিদায় করিতেছ, কেননা আমার নয়নযুগল তোমার পরিত্রাণ দেখিতে পাইল”  (লূক ২:২৯-৩০ পদ) বড়দিনে সত্যিকারের আনন্দের বিষয় হলো যে, দু’হাজার বছর আগে বৈলেহমে শিশু যীশু জন্মগ্রহণ করেছেন। আমরা যখন যীশুর জন্মের সেই ঘটনা পাঠ করি, তখন আমাদের মধ্যে তিনটি বিষয় প্রকাশ পায়। প্রথম বিষয়টা হলো, যোষেফ গোপনে মরিয়মকে ছেড়ে দিতে চেয়েছিল। যোষেফ ও মরিয়ম একটা নিরাপদ আর সুন্দর স্থান খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করছিলেন যেখানে শিশু জন্মগ্রহন করতে পারেন আর সেখানে পান্তশালার মালিকের একটা প্রতিক্রিয়া প্রকাশ পায়।  পান্তশালার মালিকের মনে যোষেফ/মরিয়মের সাথে কোনো শত্রুতা ছিল না তারা তাদের কোনো রিরোধিতা করেনি, কিন্তু পান্তশালাগুলো ছিল অত্যন্ত ভীর, অনেক চাপ।  পান্তশালাগুলো/হোটেলগুলো এতোটাই চাপে ছিল যে, যোষেফ/মরিয়মের জন্য তারা কিছুই করতে পারছিল না। এই হলো সেরকমই একটা প্রতিক্রিয়া বা মনোভাব যা আজ কোটি কোটি মানুষের তাই হচ্ছে। বৈথলেহমের পান্তশালার মালিকের মতো আজও খ্রীষ্টের জন্য স্থান দিতে পারছে না।  মানুষের হৃদয়ে সব স্থানে গাদিগাদি স্বার্থের আগ্রহটাই বেশী দেখা ...

বড়দিনে খ্রীষ্টকে একবার জানুন!

Image
মানবজাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দু’টি ঘটনা - যীশু খ্রীষ্টের জন্ম ও তাঁর মৃত্যু, পুনরুত্থান। বড়দিন কখনই জগতের কোনো জাতীয় নেতাদের জন্ম হওয়া নয়, বড়দিন কখনই ধর্মীয় কোনো গুরুদের জন্ম হওয়া নয়, বড়দিন কখনই রাজনৈতিক কোনো ব্যক্তিদের জন্ম হওয়া নয়,  যারা তাদের জন্মের পর বড় বড় অর্জন করেছেন আর কিনা মৃত্যুবরণ করেছেন। বড়দিন একেবারেই  বিশেষ, কারণ এটি এমন একজন ব্যক্তিকে স্মরণ করা, যিঁনি নাসারতীয় যীশু খ্রীষ্ট, যিনি ২০০০ বছরেরও আগে এ ভূবনে এসেছিলেন আর এখনো তিনি জীবিত আছেন। তাঁর জন্মগ্রহণে - রাজাদের ভয়ে কাপিয়ে দিয়েছিল, রাজারা ক্রধে উত্তেজিত হয়েছিল। তাঁর ফুঁতে - শিষ্যেরা পবিত্র আত্মা গ্রহণ করছিল। তাঁর কাপড়ের একটি কোনার স্পর্শে - ১২ বছরের ব্যাধি মুহুর্তেই অদৃশ্য হয়েছিল। তাঁর থুতুতে - জন্মান্ধের চোখ খুলে দেওয়া হয়েছিল। তাঁর প্রার্থনায় - ৫টি রুটি, ৫০০০ রুটিতে পরিণত হয়েছিল। তাঁর দৃষ্টিতে - সাধারণ একজন মাছধরা জেলে ক্ষমতাশালী প্রেরিতশিষ্যে গঠন হয়েছিল। তাঁর উপস্থিতে - মন্দ আত্মার বাহিনিরা বিরক্ত হয়েছিল, নিদারুণ যন্ত্রণা পেয়েছিল। তাঁর সুবুদ্ধি এবং বিচক্ষণতায় - আইন প্রণয়নকারী পণ্ডিতব্যক্তিরা হতবুদ্ধি হয় পরিছিল...

বাপ্তিস্ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা - বাপ্তিস্ম সম্পর্কে বাইবেল কী শিক্ষা দেয়?

Image
Baptism : The Facts Are Clear. by Michael R. Dixon শাস্ত্রানুসারে, বাইবেলে আছে :  “প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক”  ইফিষীয় ৪:৫ পদ। আজকের দিনে বাপ্তিস্ম সম্পর্কে এদিক সেদিক অনেক রকম অনেক কিছুই বলা হয়। অনেকে বলেন, বাপ্তিস্ম আপনাকে পাপ থেকে মুক্তি দেয়; অনেকে বলেন, ‘যীশু’ এবং এর সঙ্গে ‘বাপ্তিস্ম’ যুক্ত হয়ে আপনাকে পাপ থেকে মুক্তি দেয়। অনেকে বলেন, বাপ্তিস্ম পাপ ধুয়ে দেয়। এ ছাড়াও অনেকে বলেন, বাপ্তিস্ম আদি (?) পাপ ধুয়ে দেয়। আর যা-ই হোক না কেন বাইবেল কী বলে? একজন ব্যক্তি তাহলে সত্য কীভাবে জানতে পারে? সহজ সরলভাবে সত্য বাইবেলের কাছে যান, পাঠ করুন আর দেখুন বাইবেল কী বলে। এই পুস্তিকাটির উদ্দেশ্য হলো ঈশ্বরের বাক্য থেকে বাইবেলের সত্য প্রমাণ করা। কারো বিশ্বাসকে কোনো অবস্থাতেই ঠাট্টা বা মজা করার উদ্দেশ্যে নয়। আমার উদ্দেশ্য হলো বাইবেল কী বলে তা ঠিকভাবে দেখানো। এ কথাও ঠিক যে অনেকে অসন্তুষ্ট হবেন। কিন্তু তারা বিবেচনা করে দেখবেন যে, বাইবেল যা বলে তা তারা গ্রহণ করবেন কি না কিংবা বাইবেল যা বলে তা তারা অস্বীকার করতে পারবেন কি না! বাইবেলই হলো নির্ভরযোগ্য জ্ঞান বা কর্তৃত্বকারী। এই পুস্তিকাটির সর্ব...

ঈশ্বর কি আছেন? আমরা কি তাঁকে জানতে পারি?

Image
ঈশ্বর কি আছেন? ১। অনেকে ঈশ্বরে বিশ্বাসী  নন্। ঈশ্বর নাই বলে বিশ্বাস করেন। অনেক এমনভাবে বাস করেন, এমন তাদের জীবন যেন ঈশ্বর নাই। আবার অনেকে বলেন যে হয়তো-বা একজন ঈশ্বর আছেন, কিন্তু তিনি নিজেকে মানুষকে জানাননি, তিনি তার নিজেকে মানুষকে প্রকাশ করেননি। মানুষকে জানানোর জন্য তাঁর নিজেকে গঠন করেননি। যাহোক সবকিছুর আগে, সেই প্রশ্নের উত্তর দেব, “কোনো ঈশ্বর আছেন কি না?” যখন আমরা আমাদের চারপাশের সমস্ত জিনিসের দিকে তাকাই, যখন আমরা আমাদের চারপাশের সমস্ত কিছুর দিকে দেখি, লক্ষ্য করি, আমরা নিজেরা জিজ্ঞাসা করি, নিজেকে প্রশ্ন করি, আমরা জানতে চাই, “এ সমস্ত কোথা থেকে এলো?” কীভাবে গাছপালা/পাহাড়পর্বত/নদীনালা/হ্রদ আর জীবজন্তু/প্রাণী, এছাড়াও আরও অনেক কিছু হয়ে উঠলো? কোথা থেকে . . এলো এসব। বন্ধুগণ, এর সমস্ত কিছুই সেই সত্তার মধ্য দিয়েই এসেছে, যাঁকে ঈশ্বর বা God বলা হয়। হ্যাঁ, তাঁকে অবশ্যই মহান ক্ষমতা থাকতে হবে। বাইবেলে ঈশ্বরের জন্য ব্যবহৃত শব্দের অর্থ Powerful. অর্থ - পরাক্রান্ত, .অর্থ - শক্তিশালী, . . অর্থ - বলিষ্ঠ। বাইবেলের অর্থে ঈশ্বর কার্যসাধক ও শক্তিবিশিষ্ট। আমরা যখন আমাদের চারপাশের সমস্ত জিনিষগুলো দিকে ত...

যারা কখনও সুসমাচার শোনেনি তাদের কী হবে?

যারা কখনও সুসমাচার শোনেনি তাদের কী হবে? আমরা বুঝতে পারি যে প্রশ্নটি স্বাভাবিক কোনো প্রশ্ন নয়, আর এর উত্তর দিতেও তেমন আগ্রহ থাকে না। তবে খ্রীষ্টিয়ানেরা প্রায়ই এমন প্রশ্ন শুনে থাকেন। এ প্রশ্নটিকে অনেকে একটি আপত্তিকর প্রশ্ন বলেও মনে করুন। খ্রীষ্টের সুসমাচার না শুনে, যীশু খ্রীষ্টের সাথে পরিচিত না হয়েই যারা মারা যান তাদের সম্পর্কে কী বলা যায়, তাদের কী হবে? খ্রীষ্টের কথা যখন এই পৃথিবীর শত শত কৌটি মানুষের নাগালের বাইরে থেকে যায়, যীশু খ্রীষ্টকে নিয়ে তাদের কাছে পৌঁছানো গেল না, পৌঁছানোর কোনো সুযোগই হলো না, তাদের কী হবে? যারা ঈশ্বরকে জানেনি, খ্রীষ্টের সুসমাচার না জানতে পেরে যারা বিশ্বাস করতে পারেনি, তারা কি ঈশ্বরের প্রেম ও ঈশ্বরের ভালোত্ব, তাঁর মঙ্গলময়তা জানার সুযোগ থেকে বঞ্চিত হলো? ঈশ্বর যদি সত্য সত্যই প্রেমময়ই হয়ে থাকেন, এতই করুণাময় হয়ে থাকেন, তিনি যদি ভালো হয়েই থাকেন, তিনি যদি মানুষের উপযোগী হয়েই থাকেন, তাহলে তিনি কীভাবে এতো মানুষের ভাগ্যের সমাধান করবেন, যারা কখনই যীশু খ্রীষ্টের সাথে পরিচিত হওয়ার সুযোগ পায়নি বা এখনও পাচ্ছেন না? যারা কিনা কখনই সুসমাচার শোনেনি, আর তাদের প্রতি ঈশ্বরের দোষারোপ কর...

যৌবনে জীবন্ত ঈশ্বরকে স্মরণ কর!

“তুমি যৌবনকালে আপন সৃষ্টিকর্তাকে স্বরণ কর, যেহেতু দুঃসময় আসিতেছে, এবং সেই বৎসর সকল সন্নিকট হইতেছে, যখন তুমি বলিবে, ইহাতে আমার প্রীতি নাই” উপদেশক ১২:১,১-১৪ পদ সময় বয়ে যায়, দিন চলে যায় আর তা বুঝে ওঠার আগেই তরুণর বৃদ্ধ হতে থাকে। বয়স হওয় হওয়াটা কখনো এড়ানো যায় না। শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল পৌরত্ব বৃদ্ধ হওয়া ঘটনা নির্দিষ্ট। তাই জীবনের বিভিন্ন পর্যায় রয়েছে আর যৌবন তার মধ্যে একটি। তরুন সময়টা ঠিক সেই সময় যখন তারা নিজেদের জন্য একটা জীবন গড়ার পরিকল্পনা করে . .  একটা ভালো শিক্ষা গ্রহণ করা, একটা সন্তোষজনক চাকরি পাওয়া, প্রচুর টাকাপয়সা অর্জন, থাকার জন্য একটা বাড়ীর মালিক হওয়া, বিবাহ করার জন্য একটা একজন জীবনসঙ্গী পাওয়া।  এমন তালিকা অনেক দীর্ঘ হতে থাকে, সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে। মনে রাখবেন এটা জীবনের কেবল একটি খুশি হওয়া, আর আর মা-বাবাকে সন্তোষ্ট করা। মনে রাখতে হবে যে এর সবকিছু শীঘ্রই শেষ হয়ে যায়। তাই যখন তরুণ তখন তাদের আরও গুরুত্বপূর্ণ কিছু করতে ভাবতে হয়।  তরুণরা যদি মনে করে যে তারা মৃত্যুর দিন পর্যন্ত সিঁড়ি বেয়ে বেয়ে শুধ উপরে উঠতেই থাকবে, তাহলে তারা ভুল করছে। জীবন প্রতিটি পর্যায়ে এক...

নতুন জন্ম

Image
পুনরায় জন্ম (নতুন জন্ম) The New Birth সুসমাচার প্রচারক জন ওয়েলেসলি-কে একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন যে কেন তিনি “তোমাদের অবশ্যই পুনরায় জন্ম হওয়া আবশ্যক” এই একই বিষয় নিয়ে বারবার প্রচার করছেন।  প্রচারক তাকে উত্তর দিয়েছিলেন, ‘কারণ তোমাদের পুনরায় জন্ম হওয়া আবশ্যক’। আপনি কি পুনরায় অর্থাৎ নতুন জন্মলাভ করেছেন? নতুন জন্ম হওয়া ছাড়া আপনার নরক যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার কোনো আশা নেই, এমনকি গৌরবময় স্বর্গ সুখভোগ করতে পারছেন না। প্রভু যীশু খ্রীষ্ট বলেছেন, “তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক” যোহন ৩:৭ পদ। এমন কী কী বিষয় ধারণা করা যায় যা কখনই নতুন জন্ম নয়। নতুন জন্ম কখনো ধর্মাচরণ, ধর্মীয় আচার পালনে নয়।   নীকদীম নামে একজন ফরিসী, একজন ধর্মনিষ্ঠ গোড়া ধর্মকর্ম পালনের ব্যক্তি ছিলেন। তিনি যিহূদীদের মহাপর্ব সেই নিস্তার পর্ব, পাস্কা পর্বসহ ধর্মের সমস্ত পর্ব নিয়মিত পালন করতেন, দান-দশমাংশ দান করতেন, প্রার্থনা করতেন, বিভিন্ন পর্বে বলি উৎসর্গ করতেন, বিধি-ব্যবস্থা পালন করতে চেষ্টা করতেন। তিনি ধর্মীয় জীবনের সমস্ত কিছু মানতেন এবং পালন করতেন, নিয়মের বাইরের দিকটাও খুব যতেœর সংগে মেনে চলতেন। আর এই নীকদীমকেই কিনা...